Advertisement

যে কারণে রেগে যান জয়া বচ্চন, জানালেন অভিষেক-শ্বেতা

ভোরের কাগজ

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চনকে ক্যামেরার সামনে প্রায়ই রাগান্বিত হতে দেখা যায়। আগে শুধু ছবিশিকারিদের ওপর বিরক্তি প্রকাশ করলেও সাম্প্রতিক সময়ে সেই ক্ষোভ যেন আরো তীব্র হয়েছে। অনুরাগী থেকে শুরু করে দলের কর্মী, কেউই বাদ যাচ্ছেন না তার মেজাজের ঝড় থেকে।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সমাজবাদী পার্টির এক কর্মী সেলফি তুলতে চাইলে তাকে সরাসরি ধাক্কা দেন জয়া। এর আগেও এমন চিৎকার বা বকাঝকার ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন তিনি। তার আশপাশে থাকা অনেকেই তাই সবসময় খানিকটা সতর্ক থাকেন। এমনকি ছবিশিকারিরাও এখন জানেন, জয়ার কাছে গিয়ে ছবি তোলা মোটেও সহজ নয়।

তবে কেন জয়া বচ্চন প্রায়ই এমন আচরণ করেন, সেটির ব্যাখ্যা দিলেন তার দুই সন্তান অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চন।

আরো পড়ুন : পুত্র আরিয়ানই ভবিষ্যতের ভরসা, স্বীকারোক্তি শাহরুখের

এক সাক্ষাৎকারে অভিষেক জানান, আজকাল বিমানবন্দরে মা এলে ছবিশিকারিরা আর তার পেছনে দৌড়ঝাঁপ করেন না। বরং ছবি না তুলেই তার পথ ছেড়ে দেন।

ভাইয়ের কথা ধরে শ্বেতা বলেন, আসলে মায়ের দম আটকে যাওয়ার সমস্যা আছে। চারপাশে বেশি ভিড় দেখলেই তার দমবন্ধ হয়ে আসে। তাই হঠাৎ রেগে ওঠা আসলে একধরনের আতঙ্ক।

Lading . . .