Advertisement

৬১ বছর পুরনো রেকর্ড ভেঙে দিলেন প্রোটিয়া তরুণ প্রিটোরিয়াস

ডেইলি স্টার

প্রকাশ: ৮ জুলাই, ২০২৫

24obnd

সেই ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছর ৩১৭ দিন বয়েসে সেঞ্চুরি করেছিলেন গ্রায়েম পোলক। পরে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হয়ে উঠেন পোলক। এতদিন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে কম বয়েসে টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছিলো এটি। ৬১ বছর পর লুয়ান-ড্রে প্রিটোরিয়াস নিজের অভিষেক টেস্টেই ভেঙে দিলেন তা।

বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার প্রিটোরিয়াস খেলেন ১৬০ বলে ১৫৩ রানের ইনিংস। সেঞ্চুরির সময় তার বয়স ১৯ বছর ৯৩ দিন। এতে তাই হয়ে যায় রেকর্ড। দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসে নাম উঠে ফেলেন বাঁহাতি ব্যাটার।

২৩ রানে ৩ উইকেট পড়ার পর পাঁচে নেমেছিলেন তিনি। এরপর ১১২ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। প্রতি আক্রমণে আগ্রাসী ব্যাট চালিয়ে কঠিন উইকেটে দেড়শো ছাড়ানো ইনিংস খেলে যান ওয়ানডে গতিতে। দেশের কনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান প্রিটোরিয়াস অভিষেকে সেঞ্চুরি করা সপ্তম প্রোটিয়া ব্যাটার।

টেস্টে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান অবশ্য বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। ২০০১ সালে নিজের অভিষেক টেস্টেই ১৭ বছর ৬১ দিন বয়েসে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি।

আরও পড়ুন

Lading . . .