গুগল ঘেঁটে আফগানিস্তান কোচ জানলেন, ‘বাংলাদেশ আগে চ্যাম্পিয়ন হয়নি’
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

আফগানিস্তান কোচ জনাথন ট্রট ভেবেছিলেন এশিয়া কাপে বাংলাদেশ একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। সেভাবেই কথা চালিয়ে নিচ্ছিলেন তিনি। গণমাধ্যম থেকে ভুল ভাঙিয়ে দেওয়া হলে পরে নিজেই স্মার্ট-ফোনে গুগল ঘেঁটে নিশ্চিত হলেন।
বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মঙ্গলবার আবুধাবিতে লড়বে আফগানিস্তান। ম্যাচ আবুধাবিতে হলেও আফগান দল বর্তমানে অবস্থান করছে দেড়শো কিলোমিটার দূরের দুবাইতে। সংবাদ সম্মেলনও হলো সেখানে। প্রতিপক্ষ নিয়ে সমীহ জাগানিয়া প্রথাগত কথা বলার সময় ট্রট বলছিলেন, 'যদি আপনি অতীতের দিকে দেখেন, বাংলাদেশ এই প্রতিযোগিতায় কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে...।'
তাৎক্ষণিকভাবে তার ভুল ভাঙিয়ে দিলেন এসিসির মিডিয়া ম্যানেজার। পরে ট্রট আবার বললেন, 'আমার তো মনে হয় ওরা ৫০ ওভারের এশিয়া কাপ জিতেছে!' যখন নিশ্চিত করা হলো যে না তিনবার ফাইনাল খেলেও জেতেনি বাংলাদেশ। নিজেও মোবাইলে ঘেঁটে দেখে নিয়ে হাসলেন খানিকক্ষণ।
আফগানিস্তানের কোচ পরে বাংলাদেশ সম্পর্কে বলতে গিয়ে বলেন 'আমার মনে হয়, বাংলাদেশের সত্যিকারের ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে।'
প্রতিপক্ষকে সমীহ করা শেষ হওয়ার পর এই কোচ মনে করিয়ে দেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিলে তারা, 'সেন্ট ভিনসেন্টে আমরা তাদের টানটান উত্তেজনার ম্যাচে হারিয়ে সেমিফাইনাল খেলেছিলাম, যেটা ছিল ঐতিহাসিক। এর থেকে আমরা বিশ্বাস পাব।'
এশিয়া কাপের প্রেক্ষিতে বাংলাদেশ দল আছে প্রবল চাপে। আফগানিস্তানের কাছে হারলেই বিদায় নিতে হবে লিটন দাসদের। ট্রট মনে করেন বাঁচা-মরার ম্যাচ হওয়ায় চাপে থাকবেন লিটনরা, 'বাংলাদেশ সম্ভবত চাপে থাকবে। বাঁচা-মরার লড়াই যেহেতু তাদের জন্য।'
গত ৯ সেপ্টেম্বর উদ্বোধণী ম্যাচে খেলে আফগানিস্তান। এরপর লম্বা এক সপ্তাহ বিরতি দিয়ে নামছে তারা। ঠাসা খেলার মধ্যে এমন বিরতি কাজে লাগবে বলে জানান আফগানিস্তানের ইংলিশ কোচ, 'বিরতিটা দরকার ছিলো। আমরা সতেজ হয়েছি, চাঙ্গা হয়েছি।'
আরও পড়ুন