
দুটি ‘জিরো ডে’ ত্রুটি সারাল মাইক্রোসফট, নিরাপত্তাহীনতায় ছিলেন যেসব ব্যবহারকারী
জিরো ডে নিরাপত্তাত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তাত্রুটি বলা হয়। নিজেদের বিভিন্ন সেবায় এমনই দুটি জিরো ডে নিরাপত্তাত্রুটিসহ মোট ৮১টি ত্রুটির সন্ধান পাওয়ার পর তড়িঘড়ি করে সেগুলোর সমাধান করে সেপ্টেম্বর আপডেট উন্মুক্ত করেছে মাইক্রোসফট।১৫ সেপ্টেম্বর, ২০২৫