
পরিচালকের আপত্তিকর ইঙ্গিত, মুখ খুললেন অস্কারজয়ী অভিনেত্রী
অস্কারজয়ী অভিনেত্রী চার্লিজ থেরন সম্প্রতি নিজের ক্যারিয়ারের শুরুর দিকে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার কথা জানিয়েছেন। ‘দ্য ওল্ড গার্ড ২’ ছবির প্রচারে ‘কল হার ড্যাডি’ পডকাস্টে হাজির হয়েছিলেন দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী। সেখানেই এক পরিচালকের কাছ থেকে অপ্রীতিকর প্রস্তাব পাওয়ার কথা জানান তিনি। এর আগেও থেরন বিষয়টি বলেছিলেন, ২০১৯ সালে হাওয়ার্ড স্টার্নের শোতে। এবার তিনি আরও বিশদে সেই ঘটনাটি নিয়ে কথা বললেন।৭ জুলাই, ২০২৫