Advertisement

যে বিশেষ দৃশ্যের জন্য পরিচালককে চড় মেরেছিলেন অভিনেত্রী

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

যে বিশেষ দৃশ্যের জন্য পরিচালককে চড় মেরেছিলেন অভিনেত্রী
যে বিশেষ দৃশ্যের জন্য পরিচালককে চড় মেরেছিলেন অভিনেত্রী

‘বেসিক ইনস্টিংক্ট’ ছবিতে শ্যারন স্টোন ও মাইকেল ডগলাসের অনস্ক্রিন রসায়ন একসময় সিনেমা দুনিয়ায় তোলপাড় তুলেছিল। কিন্তু পর্দার পেছনে গল্প ছিল একেবারেই আলাদা। সম্প্রতি বিজনেস ইনসাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্যারন স্টোন জানান, ছবির অডিশনের সময় মাইকেল ডগলাস তার সঙ্গে স্ক্রিন টেস্ট করতে রাজি ছিলেন না। তিনি আরও জানিয়েছেন, ছবিটির বিখ্যাত সেই নগ্ন দৃশ্যটির জন্য পরিচালককে চড়ও মেরেছিলেন স্টোন।

স্টোন বলেন, ‘মাইকেল ডগলাস কোনো অপরিচিত অভিনেত্রীর সঙ্গে নগ্ন হয়ে পর্দায় আসতে চাইছিলেন না। আমি তা বুঝতে পারি। তিনি আমার সঙ্গে টেস্টও করেননি। তবে এর পেছনে আরও কারণ ছিল। আমাদের মধ্যে আগেই একবার ঝগড়া হয়।’

১৯৯২ সালে মুক্তি পায় পল ভারহোভেন পরিচালিত ‘বেসিক ইনস্টিংক্ট’ সিনেমা। এ সিনেমার একটি বিখ্যাত নগ্ন দৃশ্য আজও আলোচিত। স্টোন তার ২০২১ সালের আত্মজীবনী ‘দ্য বিউটি অব লিভিং টোয়াইস’-এ লেখেন, ‘আমি জানতামই না, ছবিতে আমার ব্যক্তিগত অঙ্গ দৃশ্যমান থাকবে। বলা হয়েছিল সাদা রঙের আন্ডারওয়্যার আলো রিফ্লেক্ট করছে। তাই খুলে দিতে বলা হয়েছিল। আমাকে বলা হয়েছিল কিছুই দেখা যাবে না। কিন্তু সেটা আসলে সত্য ছিল না।’

স্টোন লেখেন, ‘আমি প্রথম ওই দৃশ্য দেখি প্রিমিয়ারে। এজেন্ট আর আইনজীবীদের সঙ্গে বসে। ওটাই ছিল প্রথমবার আমার শরীরের সেই অংশ বড় পর্দায় দেখা। তখন কিছু করার ছিল না।’

তিনি আরও জানান, ‘পরবর্তীতে আমি পরিচালকের মুখে চড় মেরেছিলাম সেই ঘটনার জন্য।’

তবে ছবিতে স্টোনের জন্য বিশেষ চ্যালেঞ্জ ছিল ডগলাসের সঙ্গে অভিনয় করা। কারণ তারা দুজন বন্ধু ছিলেন না। বরং তাদের ছিল ঝগড়ার স্মৃতি। শ্যারনের মতে, সেই ঝগড়া হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। সেখানে এক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন তারা দুজন। ডগলাস তখন এক ব্যক্তির ও তার সন্তানের সম্পর্ক নিয়ে মন্তব্য করছিলেন যাকে খুব ভালো করেই চিনতেন স্টোন। সেই ব্যক্তিকে নিয়ে ঝগড়ায় জড়িয়েছিলেন তারা।

স্টোন জানান, তারা বাইরে গিয়ে কথা বলেন এবং তিনি ডগলাসকে পরিষ্কার করে জানান তিনি সেই পরিবারটির সঙ্গে কীভাবে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এরপর সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠেনি।

ছবিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে স্টোন বলেন, ‘ছবিতে ও চিৎকার করলে আমার কিছুই মনে হতো না। আমি গা করতাম না। সেটা চরিত্রের দিক থেকে কাজে দিয়েছে।’

পরবর্তীতে ছবিতে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। শ্যারন স্টোন বলেন, ‘আজও আমি তাকে খুব সম্মান করি। সে একজন দুর্দান্ত অভিনেতা।’

এদিকে সম্প্রতি ভ্যারাইটি জানিয়েছে, আমাজন এমজিএম স্টুডিও এবং ইউনাইটেড আর্টিস্টস ‘বেসিক ইনস্টিংক্ট’-এর নতুন সংস্করণ নির্মাণের উদ্যোগ নিয়েছে। সেখানে মূল ছবির লেখক জো এস্টারহাস নতুন করে চিত্রনাট্য লিখছেন। তবে এখনও নিশ্চিত নয় শ্যারন স্টোন নতুন রিমেক বা ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হবেন কিনা। অবশ্য তিনি ২০০৬ সালে নির্মিত ‘বেসিক ইনস্টিংক্ট ২’-তেও কাজ করেছিলেন।

Lading . . .