
কম দামে ব্র্যান্ডের মতো আসবাব বানাতে চাইলে যেখানে যেতে পারেন
বছরখানেক আগের কথা, লালমাটিয়ার জেনেটিক প্লাজার পেছনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। গলিতে হঠাৎ চোখে পড়ল ছোট একটি আসবাবের দোকান, নাম মা ফার্নিচার। দোকানটিতে ঢুকে আসবাবের নকশা দেখে বেশ অবাকই হলাম। কী সুন্দর নিখুঁত ফিনিশিং। এরপর যতবারই ওই রাস্তা দিয়ে গিয়েছি, ততবারই দোকানটি খেয়াল করতাম। প্রতিবারই চোখে পড়ত নতুন নকশার আসবাব। জানার আগ্রহ হলো, ছোট পরিসরের এই দোকানটিতে এই আসবাবগুলো তৈরি করে কে আর এই আসবাবের ক্রেতাই বা কারা।৯ ডিসেম্বর, ২০২৫

