Advertisement

চশমা পরে নাকের পাশে কালো দাগ, দূর করবেন যেভাবে

যুগান্তর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলের স্ক্রিনে সবারই সময় কাটছে কমবেশি। এর ফলে দৃষ্টিশক্তির বড় ক্ষতি হচ্ছে। আপনার চোখের এ সমস্যা হলে দৃষ্টিশক্তি ফেরাতে ছুটে যান চিকিৎসকের কাছে। চিকিৎসক পরামর্শ দেন চশমা পরার। সে কারণে আপনার আশপাশে অনেকেই চশমা পরে থাকেন।

আর যখন কোনো ব্যক্তি নিয়মিত চশমা পরে থাকেন, তখন তার নাকের দুই পাশে মোটা ও গাঢ় দাগ পড়ে যায়। একসময় দাগ এত গাঢ় হয়ে যায় যে, মেকআপ-কনসিলারে দিয়েও ঢাকা যায় না। নাকের দুই পাশ কালো দেখায়। দেখতে ভালো লাগে না।

তাই বেশি কালো হওয়ার আগে নাকের দুই পাশের যত্ন নিন। তবে সেই দাগ নিয়ে আপনার কোনো দুশ্চিন্তার কারণ নেই। এ ক্ষেত্রে ঘরোয়া উপাদান সঠিকভাবে ব্যবহার করতে পারলে সহজেই দূর হবে আপনার কালো দাগ। কারণ কয়েকটি সহজ টোটকা কাজে লাগাতে পারলেই ওই দাগ হবে ভ্যানিশ হয়ে যাবে।

চলুন জেনে নেওয়া যাক, যে উপাদান ব্যবহার করলে আপনার নাগের দুই পাশের কালো দাগ দূর হবে—

১. লেবুর রস

আপনি লেবু দিয়ে এ সমস্যা দূর করতে পারেন। একটি লেবু অর্ধেক করে কেটে নিয়ে কালচে দাগের ওপর ১০ মিনিট ঘষে নিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে চার দিন ব্যবহার করলে দাগ উঠে যাবে।

২. শসার রস

আর শসার রস লাগিয়েও আপনার নাকের দুই পাশের কালো দাগ দূর করতে পারেন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং কালচে ছোপ হালকা করতে সাহায্য করবে। এ ছাড়া চোখের নিচে ফোলাভাব দূর করতেও শসার রস ভীষণ উপকারী।

৩. আলুর রস

আলুর রস ত্বকের যে কোনো ধরনের কালচে দাগ দূর করে। কারণ আলুর রস বেশ উপকারী। আলু থেকে রস বের করে নাকের দুই পাশে লাগিয়ে নিন। এভাবে ১০ মিনিট লাগিয়ে রেখে দিন। পরে ধুয়ে ফেলুন। প্রতিদিন আলুর রস ব্যবহার করলে নাকের পাশের দাগ দূর হয়ে যাবে।

৪. কমলার খোসা

কমলার খোসা শুধু আপনার নাকের দুই পাশের কালো দাগেই নয়; রূপচর্চাতেও কমলালেবুর খোসা কার্যকরী। এটা পুরনো টেকনিক। কমলার খোসা ভালো করে শুকিয়ে গুঁড়া করে নিন। এরপর ১ চা চামচ কমলার খোসা গুঁড়ার সঙ্গে ২ চা চামচ দুধ মিশিয়ে নাকের দাগের ওপর লাগিয়ে নিন। এবার ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহার করলে আপনার দাগ দূর হয়ে যাবে।

৫. মধুর ব্যবহার

মধু কালো দাগ তোলার ক্ষেত্রে বেশ ভালো কাজ করে। লেবুর সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে নাকের ওপর চশমার কালো দাগের প্রলেপ দূর হবে।

৬. অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল শুধু চশমার দুই পাশের কালো দাগ নয়; মুখের ত্বকের যে কোনো সমস্যা সমাধান করা যায়। অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে দাগে ব্যবহার করুন। এতে দ্রুতই কালো দাগ দূর হয়ে যাবে। আপনার ত্বকও ভালো থাকবে।

আরও পড়ুন

Lading . . .