
বর্ষার দিনে মেকআপে চাই স্নিগ্ধতা আর স্থায়িত্ব
বর্ষা মানেই আকাশে মেঘের আনাগোনা, হঠাৎ বৃষ্টি, আর বাতাসে বাড়তি আর্দ্রতা। ঠিক যেমন প্রকৃতি পায় নতুন রূপ, তেমনই আমাদের সাজেও প্রয়োজন পড়ে একটু ভিন্নতার। কারণ এই সময়টাতে ত্বকে ঘাম ও তেলের কারণে সহজেই মেকআপ গলে যেতে পারে। তাই মেকআপ হতে হবে হালকা, সতেজ আর দীর্ঘস্থায়ী। চলুন জেনে নেই বর্ষায় কেমন হবে আদর্শ মেকআপ রুটিন।৩ জুলাই, ২০২৫