
এই সিনেমা তো শেষ করাই কঠিন
১৩ বছর আগে মুক্তি পাওয়া ‘হেমলক সোসাইটি’ ছিল সময়ের চেয়ে এগিয়ে থাকা সিনেমা। গল্প, অভিনয়, গান আর নির্মাণ মিলিয়ে এখনো সিনেমাটিকে মনে রেখেছেন ভক্তরা। এক যুগেরও বেশি সময় পর ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’র সিকুয়েল ‘কিলবিল সোসাইটি’। ছবির যে বার্তা, তা এ যুগের সঙ্গে বেশ মানানসই। তাই ছবিটিও হিট হতে সময় লাগেনি। ১৩ জুন সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। কিন্তু প্রথম কিস্তির মতো সিকুয়েল কি পারল সেই পুরোনো ভালো লাগার রেশ ফিরিয়ে আনতে?‘কিলবিল সোসাইটি’ দেখতে বসলে ‘হেমলক সোসাইটি’র কথা বের করতে পারবেন না মাথা থেকে। শুরুর দিকে পরমব্রত ছাড়া তেমন কোনো পরিচিত মুখ নেই। কিন্তু পরবর্তী সময়ে পরমব্রত আর কৌশানির সংলাপ পুরোটাই জুড়ে থাকে টুকরা টুকরা ‘হেমলক সোসাইটি’। তাই যাঁরা প্রথম সিনেমাটি না দেখে ‘কিলবিল সোসাইটি’ দেখার কথা ভাবছেন, তাঁরা একবার দেখে নিতে পারেন প্রথম কিস্তি। তবে সিনেমাটি দেখার পর ‘কিলবিল সোসাইটি’ কতটা উপভোগ্য হবে, প্রশ্নটা এ জায়গাতেই। সিনেমা দেখার সময় আপনার মনে হতেই পারে, খুব কি দরকার ছিল এ সিকুয়েলের? কিংবা তরুণদের মন জয় করে নেওয়া সেই ‘আনন্দ কর’কে এভাবে ফিরিয়ে আনার?১ জুলাই, ২০২৫