
কুখ্যাত সেই ‘বিকিনি কিলার’কে নিয়ে একের পর এক সিনেমা-সিরিজ...
এশিয়ার অপরাধজগতের খোঁজখবর রাখলে চার্লস শোভরাজের নামটা আপনার অপরিচিত হওয়ার কথা নয়। তাঁর কুখ্যাতি এমনই যে এখনো একের পর এক সিনেমা–সিরিজ নির্মিত হচ্ছে তাঁকে নিয়ে। সবশেষ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘ইন্সপেক্টর জিন্দে’। সিরিজটি মুক্তি উপলক্ষে আলো ফেলা যাক চার্লস শোভরাজের জীবনে। থাকবে তাঁকে নিয়ে নির্মিত সিনেমা সিরিজের কথাও।১৩ সেপ্টেম্বর, ২০২৫