-67a9ad2a94142.jpg)
ভালোবাসা দিবসে আসিফের নতুন গান ‘কষ্ট ভীষণ’
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অগণিত শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এবারের ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন আসিফ। যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে ওঠে, সেই মানুষটি যখন কাছে টেনে যত্ন করে কাঁদিয়ে চলে যায় তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, ওঠে বৈশাখী ঝড়। চেনা মানুষটির এই অচেনা রূপ মেনে নেওয়া যে কতটা কষ্টের সেই কথাই উঠে এসছে আসিফ আকবরের নতুন এই গানে ।৩০ জুন, ২০২৫