
স্মৃতি আর সুরে বাঁধা সিডনির ‘জলসারাত’
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাভাষী মানুষের অংশগ্রহণে সিডনিতে অনুষ্ঠিত হয়েছে সংগীতানুষ্ঠান ‘জলসারাত’। নোভেরার উদ্যোগে গত শনিবার সন্ধ্যা ৭টায় ওয়ারিংটনের হ্যারল্ড কর কমিউনিটি হলে শুরু হওয়া এই আয়োজন সিডনির প্রবাসী বাঙালিদের জন্য এনে দেয় এক পরিচিত সুরের সন্ধ্যা।পুরোনো দিনের গানের সঙ্গে আধুনিক ধারার সংগীতের সমন্বয়ে সাজানো ছিল পুরো অনুষ্ঠান। আধুনিক বাংলা গান, গজল, লালনগীতি ও নব্বইয়ের দশকের ব্যান্ডসংগীতের পরিবেশনায় শ্রোতাদের ভিন্ন ভিন্ন সময়ের স্মৃতিতে ফিরিয়ে নেওয়া হয়। উপস্থিত দর্শকেরা পুরো সময় মনোযোগ দিয়ে পরিবেশনা উপভোগ করেন।৯ ডিসেম্বর, ২০২৫




-68cfed90ad714.jpg)