Advertisement

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি

জনকণ্ঠ

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫

ফরিদা পারভীন
ফরিদা পারভীন

লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরেই কিডনি ও ডায়াবেটিসসহ শারীরিক নানা সমস্যায় ভুগছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৭১ বছর বয়সী এই শিল্পীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। সোমবার তার স্বামী বাঁশিবাদক গাজী আবদুল হাকিম গণমাধ্যমকে বলেছেন, ফরিদা পারভীনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা সেবা দেওয়ার পর রবিবার থেকে তাকে সাধারণ কেবিনে দেওয়া হয়েছে।

এই শিল্পীর চিকিৎসায় সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতার প্রস্তাব দেওয়া হলেও, তার পরিবার জানিয়েছে টাকা-পয়সা নয়, শিল্পীর চিকিৎসা প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন আছে তাদের। তার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
নজরুল সংগীত ও দেশাত্মবোধক গান শুরুর পর লালনসংগীত দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান ফরিদা পারভীন। সাধক মোকসেদ আলী শাহ্র কাছে তিনি লালন সংগীতের তালিম নেন। সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান ফরিদা পারভীন। ২০০৮ সালে জাপান সরকারের ফুকুওয়াকা এশিয়ান কালচার পুরস্কার পান তিনি। বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।

সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ১৯৯৩ সালে। ফরিদা পারভীনের কণ্ঠে লালনের গানের যে চর্চা হয়ে এসেছে গেল পাঁচ দশক ধরে, সেটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে প্রায় ১৬ বছর আগে তিনি প্রতিষ্ঠা করেন অচিন পাখি সংগীত একাডেমি। কিন্তু শারীরিক অসুস্থতা, প্রতিষ্ঠানের আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়া, এবং নিজস্ব ভবন না থাকায় এ প্রতিষ্ঠানটিও টিকে থাকার লড়াইয়ে জর্জরিত।

আরও পড়ুন

Lading . . .