Advertisement

এক মলাটে জুলাই বিপ্লবের ৬৩ গান

যুগান্তর

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে ২০২৪ সালে জুলাই মাসে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনে যেসব গান আন্দোলনকারীদের প্রেরণা জুগিয়েছিল, উদ্বুদ্ধ করেছিল এদেশের সব শ্রেণির মানুষকে, সেসব গান এবার এক মলাটে নিয়ে এসেছেন আলোকচিত্রী ও অ্যাকটিভিস্ট মনজুর হোসেন।

তার উদ্যোগে ‘জুলাইয়ের গান’ শিরোনামে এ বইটি প্রকাশ হচ্ছে। বইটি মূলত ২৪-এর গণঅভ্যুত্থানের ১৫ জুলাই থেকে আগস্ট পর্যন্ত যেসব গান প্রকাশ হয়েছে সেখান থেকে ৬৩ গানের সংকলন।

এ প্রসঙ্গে মনজুর হোসেন বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে র‌্যাপারদের কণ্ঠে উচ্চারিত অকুতোভয় প্রতিবাদের ভাষা, বলিষ্ঠ সুরেলা আওয়াজ লাখো ছাত্র-জনতাকে প্রেরণা দিয়েছে। মন্ত্রমুগ্ধের মতো মানুষ উজ্জীবিত হয়ে এসব গানে। সাহস জুগিয়েছে দুঃশাসনের লৌহকপাট ভাঙতে। একইসঙ্গে আন্দোলনকারী ছাত্র-জনতা চূড়ান্ত জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়ার শপথ, সাহস ও শক্তি অর্জন করেছে। এককথায় জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের র‌্যাপ গায়কদের অবদান ছিল শ্রদ্ধা করার মতো। সেই সময়কে পরবর্তী প্রজন্মের কাছে দলিল হিসেবে তুলে রাখতে এই বইয়ের প্রয়াস।’

গয়রহ প্রকাশনী বইটি বাজারে আনছে।

Lading . . .