Advertisement

ভুয়া মৃত্যুর গুজবে আশা ভোঁশল, ছেলের তীব্র প্রতিক্রিয়া

জনকণ্ঠ

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫

ভারতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁশলের মৃত্যুর গুজব শেয়ার হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে তার পরিবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এক মুহূর্তে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল একটি ছবি, যেখানে প্রবীণ গায়িকার গলায় মালা এবং সামনে ধূপকাঠি দেখানো হয়েছে। ছবিটি দেখে অনেকেই মনে করেছিলেন যে, আশা ভোঁশলে হয়তো পরলোকগমন করেছেন। বিভিন্ন কমেন্টে শোকও প্রকাশ করা হয়।

কিন্তু দুপুর নাগাদ গুজবের আসল চিত্র সামনে আসে। সংবাদমাধ্যম নিউজ১৮ এই খবরের সত্যতা নাকচ করে জানায়, ৯২ বছর বয়সেও আশা ভোঁশলে সুস্থ আছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। এই মিথ্যা খবর ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে আনন্দ ভোঁশলে।

জানা যায়, শাবানা শেখ নামক এক ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে প্রথম এই গুজব ছড়ানো হয়। সেই পোস্ট ভাইরাল হতেই ভোঁশলের পরিবারের সদস্যদের ফোন কলের ঢল নামে।

এ বিষয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে আনন্দ ভোঁশলে বলেন, “এই খবর একেবারেই ভুয়া। মা একদম সুস্থ আছেন।”

আরও পড়ুন

Lading . . .