Advertisement

‘ফিলিস্তিনের জন্য শান্তিই আমার সবচেয়ে বড় প্রার্থনা’

যুগান্তর

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫

লানা ডেল রে। ছবি: সংগৃহীত
লানা ডেল রে। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা ও গীতিকার লানা ডেল রে। চলচ্চিত্রধর্মী সঙ্গীতধারা ও বিষণ্ণতার আবহে নির্মিত গানের জন্য বিশ্বব্যাপী পরিচিত এই শিল্পী জানিয়েছেন, ইসরাইলি হামলার সময় তিনি প্রতিদিন ফিলিস্তিনের জন্য প্রার্থনা করেন এবং শান্তিই তার সবচেয়ে বড় কামনা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টের মন্তব্যে ফিলিস্তিনের প্রতি এই সমর্থনের কথা জানান লানা। তার এ মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে।

তিনি লেখেন, ‘হ্যাঁ, অবশ্যই আমরা প্রতিদিন ফিলিস্তিনের জন্য প্রার্থনা করি। আমি সবসময়ই ইসরাইল-ফিলিস্তিন সংকটের খবর রাখছি। সব জাতির মধ্যে শান্তি কামনা করি।’

লানা আরও লেখেন, ‘আমি খুবই আশাবাদী ছিলাম যখন শান্তিচুক্তি বাস্তবায়নের কাছাকাছি পৌঁছেছিল। দূর থেকে যখন এই যুদ্ধের খবর দেখি, তখন আমার একমাত্র কামনা ছিল শান্তি।’

তিনি বলেন, ‘নিরীহ মানুষদের মৃত্যু দেখা সবসময়ই কঠিন। যেকোনো যুদ্ধাপরাধে নিহত নিরপরাধদের মৃত্যু দেখা হৃদয়বিদারক।’ সেই সঙ্গে যুদ্ধবিরতির আশাও ব্যক্ত করেন এই শিল্পী।

লানা ডেল রে’র এ অবস্থান এমন সময়ে এলো, যখন গাজার পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এবং বহু সাংস্কৃতিক ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করছেন।

আরও পড়ুন

Lading . . .