Advertisement

গীতিবিচিত্রায় তিন গুণী শিল্পী

জনকণ্ঠ

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫

আঁখি আলমগীর, হোমায়রা বশির ও ছন্দামনি
আঁখি আলমগীর, হোমায়রা বশির ও ছন্দামনি

দেশের তিন গুণী সংগীতশিল্পী আঁখি আলমগীর, হোমায়রা বশির ও ছন্দামনি। বিটিভির গীতিবিচিত্রা অনুষ্ঠানে তারা তিনজন গান গেয়েছেন। তবে প্রত্যেকেই আলাদা আলাদা গান পরিবেশন করেছেন। আঁখি আলমগীর গেয়েছেন ‘তুই আমার জানের জান’ গানটি। গানটি লিখেছেন জামাল হোসেন। সুর সংগীত করেছেন পূণম মিত্র। আঁখি আলমগীর বলেন, এই গানটি চলতি বছরে প্রকাশিত আমার প্রথম গান।
গানটি প্রকাশের পর বেশ সাড়া পেয়েছি। গীতিবিচিত্রায় এর আগেও গান করেছি। এবারও গান গেয়ে ভালো লাগল। আশা করছি শ্রোতা দর্শকের আমার বিটিভিতে এই গানের পরিবেশনা ভালো লাগবে। হোমায়রা বশির গেয়েছেন ‘গ্রামোফোন’ শিরোনামের একটি গান। গানটি লিখেছেন সিফাত শাহরিয়ার। সুর করেছেন হোমায়রার ছোট ভাই রাজা বশির। হোমায়রা বশির বলেন, ‘গ্রামোফোন’ কিছুদিন আগেই সারগাম সাউন্ড স্টেশনে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছি। বিটিভির গীতিবিচিত্রাতে শ্রোতা দর্শকের কথা চিন্তা করেই গাইলাম।
আশা করছি সবার ভালো লাগবে বিটিভিতে আমার পরিবেশনা। ছন্দামনি গেয়েছেন ‘শ্রাবণের বৃষ্টিঝরা রাতে’ গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন তারিকুল ইসলাম। ছন্দামনি বলেন, গীতিবিচিত্রা অনুষ্ঠানে এর আগেও আমি গান গেয়েছি।
আবারও গাইলাম। যেহেতু এখন বৃষ্টির সময়, তাই বৃষ্টি নিয়েই আমার গাওয়া মৌলিক গানটি গাইলাম। বিটিভি তো আসলে আমাদের ভীষণ পছন্দের একটি চ্যানেলে। এখানে আসলে পা রাখলেই ভীষণ ভালো লাগে। আর গাইলেতো আরও বেশি ভালো লাগে। ধন্যবাদ গীতিবিচিত্রার সঙ্গে সম্পৃক্ত সবাইকে। আঁখি-হোমায়রা ও ছন্দামনি জানান তাদের অংশগ্রহণের পর্বটি শীঘ্রই বিটিভিতে প্রচার হবে।

আরও পড়ুন

Lading . . .