পিআর পদ্ধতিতে নির্বাচন ‘র’র নীলনকশা : মাওলানা উবায়দুল্লাহ ফারুক

পিআর পদ্ধতিতে নির্বাচন ‘র’র নীলনকশা : মাওলানা উবায়দুল্লাহ ফারুক

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমী বলেছেন, পিআর পদ্ধতিতে ভোট সম্পর্কে আমাদের অনেকেই জানেন না। পিআর পদ্ধতিতে ভোট হচ্ছে প্রার্থী নির্বাচন না করে বিভিন্ন দলের প্রতীক দেখে ভোট দেয়া। এ পদ্ধতিতে ভোট হলে বিভিন্ন দল বিভিন্ন হারে ভোট পেয়ে এমপি দিতে গিয়ে মারাত্মক সমস্যায় পড়বে। দেখা যাবে- বিভিন্ন দল টাকাওয়ালা কিংবা শিল্পপতিদের টাকার বিনিময়ে এমপি দিয়ে দিয়েছে। অথচ এসব এমপির এলাকার সাথে কোনো সম্পর্ক নেই। এরা আবার এমপি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন না করে নিজেদের কলকারখানা কিংবা শিল্পপতিষ্ঠানের উন্নয়ন শুরু করবে। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন ‘র’র একটি নীলনকশা বলে আমি মনে করি।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে জকিগঞ্জ এম.এ. হক চত্বরে উপজেলা জমিয়ত আয়োজিত বিশাল গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুরমা ও কুশিয়ারা নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জকিগঞ্জের সর্বত্র গ্যাস সংযোগের দাবিতে আয়োজিত এ গণজামায়েতে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম, জকিগঞ্জ-এর সভাপতি মাওলানা শায়খ জাওয়াদুর রহমান।

এ সময় বাংলাদেশের মধ্যে সবচেয়ে অনুন্নত সিলেট-৫ আসন উল্লেখ করে মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনে এই আসনের মানুষ আমাকে নজিরবিহীন ভোট দিয়েছেন। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের কাছে চিরকৃতজ্ঞ। আগামীতে আমি সংসদে যেতে পারলে জকিগঞ্জের নদী ভাঙন রোধ, উপজেলার সর্বত্র গ্যাস সংযোগ, যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসাসহ জনগুরুত্বপূর্ণ সব দাবি সংসদে তুলে ধরে এসবের সমাধান করবো ইনশাআল্লাহ।

জমিয়ত নেতা সাংবাদিক কে.এম. মামুন ও যুব জমিয়ত নেতা মাওলানা রায়হান উদ্দিনের যৌথ উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গণজমায়েত বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা বিলাল আহমদ ইমরান।

গণজমায়েতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও সদ্য সাবেক সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোহম্মদ আলী, কেন্দ্রীয় নেতা মাওলনা বদরুল হক, সিলেট জেলা উত্তরের সহসভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মুফতী এবাদুর রহমান, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী মাহমুদ হোসাইন, কানইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, বাংলাদেশ খেলাফত মজলিস পৌর শাখার সভাপতি শায়েখ মুস্তফা আহমদ, জনকল্যাণ সোসাইটির সহসাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান ও শ্রমিক জমিয়তের উপজেলা সহসাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

এ ছাড়াও গণজমায়েতে কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও স্থানীয় জমিয়ত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।