বড় ভাইয়ের মোটরসাইকেলে চড়ে খবর পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের উপস্থাপিকা ও সংবাদ পাঠক মুনিবুন ফেরদৌস মনি(৩৫)। খবর পড়া হলো না তার। পথে সড়ক দুর্ঘটনায় দুই পা হারিয়ে নিজেই হলেন খবরের শিরোনাম।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সালন্দর চৌধুরীহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মুনিবুন ফেরদৌস মনি ঠাকুরগাঁও সদরের সালন্দর চৌধুরীহাট এলাকার মরহুম মহি উদ্দিন চৌধুরীর মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে সংবাদ পাঠের জন্য বড় ভাইয়ের সাথে ঠাকুরগাঁও বেতার কেন্দ্রে যাচ্ছিলেন মনি। পথিমধ্যে সালন্দর চৌধুরীহাট বাজার এলাকায় মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে যান তিনি। ঠিক সেই সময় দ্রুতগতির ১০ চাকার একটি মালবাহী ট্রাক তার পায়ের ওপর দিয়ে চলে যায়। সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে যায় তার ডান পা। তাৎক্ষণিক তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুরের উদ্দেশে পাঠিয়ে দেন। সেখানে মুনিবুনের অপর পা’টিও কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। বর্তমানে তিনি রংপুর মেডিক্যালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার আলম এ বিষয়ে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।’