পাঁচ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রশিবির

‘জুলাই স্মৃতি সড়ক’ নামে সড়কের নামকরণের দাবি জাবি ছাত্রশিবিরের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৫ জুলাইয়ের কালোরাতে ভিসি বাসভবন থেকে চৌরঙ্গী পর্যন্ত সড়কে সংঘটিত ঘটনার স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে ওই সড়কের নাম ‘জুলাই স্মৃতি সড়ক’ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রশিবির।

বৃহস্পতিবার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

সংগঠনটির অন্য দাবিগুলো হলো- ২৪-এর জুলাইয়ে জাবি শিক্ষার্থীদের উপর পাশবিক হামলাকারীদের বিচারিক প্রক্রিয়া ৩৬ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করা, জুলাইয়ে এদেশের আপামর ছাত্র-জনতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান, ত্যাগ অম্লান করে রাখতে ৩৬ জুলাইয়ের আগেই জুলাই কর্নার স্থাপন ও আন্দোলনের স্মৃতি সংরক্ষণে জুলাই স্মৃতি স্মারক সম্পাদনা করা।

এছাড়া জুলাইয়ের স্পিরিটকে শ্রদ্ধাভরে সমুন্নত রাখতে ৩৬ জুলাইয়ের আগে জাবির প্রস্তাবিত চারটি হলের নামকরণ করা এবং জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অ্যাকাডেমিক হয়রানিরোধে খাতা পুনর্মূল্যায়ন পদ্ধতি চালু করা।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’ আমাদের জাতীয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেও এক অনন্য ঘটনাপ্রবাহ হিসেবে স্থান করে নিয়েছে এ অভ্যুত্থান। আমাদের শিক্ষার্থীদের ন্যায় ও সত্য প্রতিষ্ঠার অদম্য সাহস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ ও আত্মত্যাগের এক ঐতিহাসিক নিদর্শন হয়ে থাকবে এ অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানে ক্যাম্পাসের সাহসী শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে জীবন বাজি রেখে বুক চিতিয়ে লড়াই করেছে, রক্ত ঝরিয়েছে। ক্যাম্পাসের প্রতিটি সড়ক, আঙিনা ও হলসমূহ তার সাক্ষী হয়ে আছে। এ সাহসিকতা ও আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে এবং দেশের স্বার্থে সাহসী সন্তানদের যুগে যুগে অনুপ্রেরণা যোগাতে এ জুলাইয়ে দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেয়া সময়ের দাবি।

আরো বলা হয়, আমরা প্রত্যাশা করছি, জুলাই গণঅভ্যুত্থানের ম্যান্ডেটধারী প্রশাসন এ ঐতিহাসিক বিপ্লবের মানকে উপরে তুলে রাখতে প্রস্তাবনাগুলো মেনে নেয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।