কুলাউড়া থানা |সংগৃহীত

কুলাউড়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় সুরাইয়া ইসাছমিন রুহি নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে পৌর শহরের উছলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সুরাইয়া ইসাছমিন রুহি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর, গিলাছড়া গ্রামের শেখ রুমান আলীর মেয়ে এবং কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, সুরাইয়া দীর্ঘদিন ধরে কুলাউড়ার উছলাপাড়ায় তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করছিল।

পুলিশ জানায়, বুধবার (২ জুলাই) রাতের কোনো এক সময় স্কুলছাত্রী রুহি ফ্যানের সাথে ঝুলে মারা যায়। আজ বৃহস্পতিবার সকালে তার দরজা বন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়ায় পুলিশ গিয়ে তার উদ্ধার করে। তবে তাত্ক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফছার বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’