ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে পানিচুক্তি দ্বিপাক্ষিকভাবে সমাধানের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করে যাবো। কতটুকু সফল হবো জানি না।
বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
গঙ্গা চুক্তি হবে কি না প্রশ্ন উঠেছে। সম্প্রতি আবার জাতীয় নাগরিক পার্টির নেতারা উত্তরবঙ্গে সফরে গিয়ে বলেছেন, তিস্তা চুক্তি নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।
এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, তারা যদি বলে থাকেন, কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। এখানে তো টালবাহানার কিছু নেই। আমরা চেষ্টা করছি, ভারত থেকে গত ১৫-২০ বছরে..গত ৩০ বছরে কোনো পজিটিভ তেমন কিছু পাইনি। হ্যাঁ বহু আগে একবার পজিটিভ এসেছিল, যেটা আবার আমরা গ্রহণ করিনি। এ পর্যায়ে আছে এখন। কাজেই এখানে টালবাহানার কোনো ব্যাপার নেই। কারণ দ্বিপাক্ষিকভাবে সমাধানের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করে যাবো। কতটুকু সফল হবো জানি না।
যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনা নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ নিয়ে আজকে ওয়াশিংটনে বৈঠক হবে। বাণিজ্য উপদেষ্টা সেখানে গেছেন। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে আছেন। কাজেই আমরা আশা করবো যে, একটি সমাধানে আমরা দুপক্ষ পৌঁছাতে পারবো এবং বাণিজ্যে তেমন প্রভাব পড়বে না।
টিআর/এএটি