গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে : বিজিবি ডিজি
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে দেশ এগিয়ে নেয়ার জন্য নতুন সময় এসেছে। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন বাহিনী ও সর্বস্তরের জনসাধারণ দেশকে নতুনভাবে গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার পিলখানাস্থ বিজিবি সদর দফতরে বকুলতলা প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপন করে বিজিবি’র সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন শেষে বিজিবি মহাপরিচালক এ কথা বলেন।
এ সময় তিনি জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এবারের প্রতিপাদ্য ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’।
উক্ত প্রতিপাদ্যকে তুলে ধরে বিজিবি’র মহাপরিচালক সদর দফতরসহ সারাদেশে বিজিবি’র সকল স্থাপনায় পরিকল্পনা মাফিক সঠিক স্থানে গাছ লাগানোর পরামর্শ দেন।
তিনি গাছের সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে এ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
সূত্র : বাসস