মানিকগঞ্জের ঘিওর বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। তবে এ ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সেনাবাহিনীর একটি টিম।
এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঘিওর বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাত দিয়ে ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: শফিকুল ইসলাম জানান, বাজারের একটি দোকানে শর্ট সার্কিট থেকে লাগা আগুন দ্রুত ছড়িয়ে ১২টি কাপড়ের দোকান, ৩টি স্বর্ণের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। পরে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
খান মার্কেটের মালিক বাবু খান বলেন, ‘ক্ষতিগ্রস্ত ১৫ জন ব্যবসায়ীর কমপক্ষে ২ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া পুড়ে যাওয়া তিনটি মার্কেটের অনেক ক্ষতি হয়েছে। যা প্রাথমিকভাবে নিরূপণ করা সম্ভব হচ্ছে না।’
হানিফ নামে ক্ষতিগ্রস্ত এক দোকানদার বলেন, ‘আমি দোকানে এসে দেখি আমার দোকানের ৬৫ থেকে ৭০ লাখ টাকার কাপড় পুড়ে গেছে। একেবারে পথে বসে গেলাম।’
ঘিওর বাজার বস্ত্র সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহযোগিতা প্রত্যাশা করে বলেন, ‘যদি সরকার এ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে না দাঁড়ান তাহলে তারা আর ঘুরে দাঁড়াতে পারবেন না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন বলেন, ‘ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ ব্যবসায়ীর তালিকা ঊর্ধ্বতন দফতরে পাঠানো হয়েছে।’