কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আওয়ালকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ সদর থানা পুলিশ।
বুধবার (২ জুলাই) দিবাগত রাতে জেলা শহরের নগুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবদুল আউয়াল উপজেলার কুড়তলা গ্রামের ইছাম উদ্দিন মাষ্টারের ছেলে এবং পাকুন্দিয়া কৃষক লীগের সভাপতি।
পুলিশ জানায়, বুধবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের নগুয়া এলাকার একটি বাসায় আওয়ামী লীগের কয়েকজন নেতা গোপন বৈঠক করছিল এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বাসাটিকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ বাসা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে জুলাই দিবস প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল লেখা একটি ব্যনার উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটক কৃষক লীগের নেতা তার নামে মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।