তোমার এক নাম্বার স্বামী কেমন আছে? ফারিণকে নিশোর প্রশ্ন
জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও তাসনিয়া ফারিণ এবার শুধু পর্দায় নয়, একসঙ্গে সঞ্চালনায়ও বাজিমাত করেছেন। সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর জমকালো আয়োজনের মঞ্চে সঞ্চালক হিসেবে হাজির হন এই দুই তারকা। দর্শকরা দারুণভাবে উপভোগ করেন তাদের প্রাণবন্ত উপস্থাপনা ও রসিকতা।
অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপনায় হাস্যরসের সৃষ্টি হয় নিশোর এক মজার প্রশ্নে। হঠাৎ তিনি ফারিণকে বলেন, ‘আচ্ছা ফারিণ, তোমার এক নাম্বার স্বামী কেমন আছে?’ প্রশ্ন শুনে ফারিণ কিছুটা অবাক হয়ে পাল্টা জিজ্ঞেস করেন, ‘এক নাম্বার স্বামী মানে?’ তখন নিশো রসিকতা করে বলেন, ‘তুমি কি তোমার স্বামীর নাম জানো না? রেজ ওয়ান! ওয়ান মানে তো এক নাম্বার।’