সাকিব সামির |সংগৃহীত

সুরা নাস পড়ে যেভাবে ভয়ঙ্কর জিনের কবল থেকে রক্ষা পান অভিনেতা

পাকিস্তানি অভিনেতা সাকিব সামির তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভক্তদের সাথে শেয়ার করেছেন। একবার তিনি এমন এক মেয়ের সাহায্য করেছিলেন, যার ওপর জিনের প্রভাব ছিল। তাকে সাহায্য করতে গিয়েই এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক্সপ্রেস নিউজ জানায়, সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে সাক্ষাৎকার দেয়ার সময় বিষয়টি নিয়ে আলোচনা করেন সাকিব সামির।

সে দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অভিনেতা জানান, তিনি এক বাসায় ভাড়া থাকতেন। পাশের বাসাতেই থাকতেন দুটি মেয়ে, যাদের সাথে ছাদের ওপর পরিচয়ের মাধ্যমে বন্ধুত্ব হয়। একদিন তারা জানান, তাদের একজনের ওপর জিনের প্রভাব রয়েছে এবং সেই জিন যখন-তখন ভর করে, এতে তারা ভীষণ সমস্যায় পড়েন।

সাকিব বলেন, ‘আমি তাদের বলেছিলাম, এমন কিছু হলে আমাকে জানিও। একদিন সত্যিই এমন কিছু ঘটে। মেয়েটি জিনের কবলে পড়ে কাঁপতে থাকে এবং আমাকে সাহায্যের জন্য ডাকে। আমি লোকসমাজের ভয়ে তাদের বাসায় না গিয়ে, মেয়েটিকে নিজের বাসায় ডেকে নেই।’

তিনি আরো বলেন, ‘মেয়েটি যখন জিনের কবলে পড়ে, তখন তার চুল এলোমেলো হয়ে যায়, মুখ ঢেকে ফেলে এবং সে অদ্ভুত ধরনের আওয়াজ করতে থাকে। আমি খুব ভয় পেয়ে যাই এবং মনে মনে সুরা নাস পড়া শুরু করি। তখনই সেই “জিন” আমার দিকে তাকিয়ে বলে, “পড়া বন্ধ করো!” আমি হতবাক হয়ে যাই—আমি তো মনে মনেই পড়ছিলাম, তবুও সে বুঝে ফেলল!’

সাকিব সামির বলেন, ‘এটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। আমি তখন কাঁপতে শুরু করি। কিন্তু শেষ পর্যন্ত হাল না ছেড়ে সাহস করে মেয়েটিকে সাহায্য করি।’

এই ঘটনায় অভিনেতা আত্মিক শক্তির প্রয়োজনীয়তা ও কোরআনের আয়াতের প্রভাব সম্পর্কে বিশ্বাস আরো গভীর হয়েছে বলেও জানান।

সূত্র : এক্সপ্রেস নিউজ