অভিযাত্রিক ফাউন্ডেশনের সহযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হয়েছে ‘ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রাাম’। ‘প্লেয়িং ফর পিস : এমপাওয়ারিং ড্রিমস থ্রু সকার’ শীর্ষক প্রকল্পটির সফট লঞ্চিং গতকাল ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অভিযাত্রিক ফাউন্ডেশন এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের ১,০০০-এর অধিক শিশুকে দুই বছরের জন্য ফুটবল প্রশিক্ষণ ও টুর্নামেন্টের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজিয়া সুলতানা, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট এবং অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আহমেদ ইমতিয়াজ জামি। অনুষ্ঠানটি শুরু হয় দুই বছরব্যাপী এই প্রগ্রামের ধারণা, লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপনার মাধ্যমে। অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আহমেদ ইমতিয়াজ জামি একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পটির মূল কাঠামো তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো ফিফা ফাউন্ডেশনের সঙ্গে অভিযাত্রিক ফাউন্ডেশনের অংশীদারিত্ব গর্ব ও সম্মানের বিষয়।এর আগে এই প্রোগ্রাম ৫৭টি দেশে সফলভাবে পরিচালিত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘খেলাধুলা ঐক্য ও শান্তির বার্তা দেয়, চলুন আমরা ফুটবল খেলি, শান্তির জন্য খেলি।’ জেলা প্রশাসক এই প্রকল্পের কাঠামোবদ্ধ ফুটবল কার্যক্রম ও শিক্ষা কর্মশালাগুলোর প্রতি কৃতজ্ঞতা ও পূর্ণ সমর্থন জানান। জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, ‘অভিযাত্রিক ফাউন্ডেশন ও ফিফা ফাউন্ডেশন একসঙ্গে একটি খেলার মাঠকে শান্তির প্ল্যাটফর্মে রূপান্তর করছে, এটি সত্যিই গর্বের।