মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামিকে বড় এক জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। তার জোড়া গোল আর সমান অ্যাসিস্টে নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মায়ামি।
ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন মেসি। এর মধ্যে পেশাদার ফুটবলে পেনাল্টি বাদে সর্বোচ্চ গোলের রেকর্ডে ছাড়িয়ে গেছেন চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে নিজের দ্বিতীয় গোল দিয়েই নন-পেনাল্টিতে রোনালদোর রেকর্ড গুঁড়িয়ে দেন মেসি। এতদিন পেনাল্টি ছাড়া সর্বোচ্চ ৭৬৩ গোলের রেকর্ডটি ছিল পর্তুগিজ তারকার অধীনে। আজকের জোড়া গোলে রোনালদোকে ছাড়িয়ে মেসির নন-পেনাল্টি গোল ৭৬৪টিতে পৌঁছে গেল।