ফিফা ক্লাব বিশ্বকাপে আরও একবার দেখা গেল ব্রাজিলিয়ান জাদু। চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ ইন্টার মিলানকে বিদায় করেছে সেলেসাওদের ক্লাব ফ্লুমিনেন্স। ব্রাজিল থেকে পালমেইরাসের পর দ্বিতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে ফ্লুমিনেন্স।
শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে সোমবার রাতে শেষ ষোলোর লড়াইয়ে ইতালিয়ান ক্লাব ইন্টারকে ২-০তে হারিয়েছে ফ্লুমিনেন্স। ম্যাচের পুরোটা সময় আধিপত্য দেখিয়েও আক্রমণে তেমন সুযোগ তৈরি করতে পারেনি ইন্টার। ম্যাচের তিন মিনিটে জার্মান ক্যানো ফ্লুমিনেন্সকে এগিয়ে দেন। প্রথম হাফে আরও কিছু গোল করার সুযোগ পেয়েছিল ব্রাজিলের ক্লাবটি। ইন্টারের দৃঢ় ডিফেন্স তা প্রতিরোধ করে।
সাম্প্রতিক ছন্দ এবং ফেভারিট হিসেবে ফ্লুমিনেন্সের জয় চমক হলেও ইতিহাসে ভিন্ন চিত্রও আছে। ফ্লুমিনেন্স এনিয়ে টানা ১৫ ম্যাচে ইতালিয়ান ক্লাবের বিপক্ষে অপরাজিত থাকল। এ ম্যাচের আগে ফ্লুমিনেন্স ইতালিয়ান ক্লাবের বিপক্ষে সর্বশেষ মাঠে নেমেছিল ১৯৮৯ সালে। নাপোলির বিপক্ষে প্রীতি ম্যাচে তারা জিতেছিল ১-০তে। গত প্রায় ৩৬ বছরে প্রথম আবার ইতালিয়ান ক্লাবের মুখোমুখি হল তারা।