‘সতীর্থদের নয়, মূর্তি নিয়ে খেলেছেন মেসি’

‘সতীর্থদের নয়, মূর্তি নিয়ে খেলেছেন মেসি’

শেষ ষোলোতে পিএসজির কাছে ৪-০ গোলে হেরে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মিয়ামি। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ফরাসি ক্লাবটির বিপক্ষে লিওনেল মেসিকে মিয়ামির আক্রমণভাগের পাশাপাশি সামলাতে হয়েছে রক্ষণও। বেশকিছু সুযোগ তৈরি করে দিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। পিএসজি রক্ষণ ভাঙতে পারেননি তার সতীর্থরা। তাতে চটেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। মেসির ইন্টার মিয়ামি সতীর্থদের পাথরের মূর্তির সাথে তুলনা করেছেন তিনি।

পিএসজি কাছে ৪-০ গোলে মিয়ামির হারের পর মেসিকে নিয়ে ট্রল করা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই বলেছিলেন, মেসি তার সেরা সময় পার করে ফেলেছেন। এসবের জবাব দিতে গিয়ে চটেছেন মেসির সাবেক বার্সা সতীর্থ ইব্রাহিমোভিচ। বলেছেন, ‘পিএসজির বিপক্ষে ম্যাচটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে- মেসি সতীর্থদের সাথে নয়, যেন মূর্তি নিয়ে খেলেছে।’

সুইডেনের সাবেকের মতে মেসি হারেনি, হেরেছে মিয়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি যদি বড় কোনো ক্লাবে থাকতেন তাহলে তার সার্মথ্যের প্রতিফলন দেখা যেত। ইব্রা বলেছেন, ‘মেসির হার? না, হার নিয়ে এমনভাবে বলো না যেন এটা তার দোষ। মেসি হারেনি, ইন্টার মিয়ামি হেরেছে। দলটা দেখেছেন? মেসি সতীর্থদের নয়, মূর্তি নিয়ে খেলে। যদি সে প্যারিসে, ম্যানচেস্টারে, যেকোনো বড় দলে থাকতো, তাহলে আসল সিংহকে দেখা যেত।’

‘মেসি এখনও খেলছে কারণ সে খেলা ভালোবাসে। সে এখনও যা করতে পারে তা ৯৯% খেলোয়াড় পারবে না। কিন্তু তার চারপাশে এমন লোক আছে যারা সিমেন্টের বস্তা বহন করে ঘুরে বেড়ায়।’

মেসির সমালোচনাকারীদের উদ্দেশ্যে জ্লাতান বলেছেন, ‘কোন কোচ নেই, কোন তারকা নেই, এমনকি এমন খেলোয়াড়ও নেই যারা বল ছাড়া কীভাবে নড়াচড়া করতে হয় তা বোঝে! আপনি মেসিকে দোষ দিতে চান? যদি সে রোনালদো, এমবাপে, হালান্ড, জ্লাতানের সাথে খেলতো, তাহলে আপনি কথা বলতে পারেন। কিন্তু আজ? না, না, না, না, না।’

সুইডিশ তারকার মতে, শীর্ষ স্তরে পারফর্ম করার জন্য যা যা প্রয়োজন মেসির এখনও তা আছে। তবে তাকে আরও ভালো দলে থাকতে হবে, মনে করেন তিনি। বলেছেন, ‘যদি তাকে একটি সত্যিকারের দল দেন, তাহলে সে আবার স্টেডিয়াম পুড়িয়ে দেবে। কারণ খুব সহজ, মেসি এখনও মেসি, কিন্তু আজ? এটা তার পরাজয় নয়, এটা ইন্টার মিয়ামি এবং ফুটবলের পরাজয়।’