আম্পায়ারের সমালোচনা করে শাস্তি পেলেন স্যামি

আম্পায়ারের সমালোচনা করে শাস্তি পেলেন স্যামি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে আম্পায়ারের অনেক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে দ্বিতীয় দিনের কয়েকটি সিদ্ধান্তের পর তৃতীয় আম্পায়ারের সমালোচনা করেন তাদের কোচ ড্যারেন স্যামি। তার এই কর্মকাণ্ড আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান লঙ্ঘনের শামিল, তাই ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। স্যামি আইসিসির আচরণবিধির ২.৭ ধারা লংঘনের অপরাধ করেছেন, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনও খেলোয়াড়, কোচ, কর্মকর্তা বা দলের বিরুদ্ধে অপমানজনক বা অনুপযুক্ত মন্তব্যে নিষেধাজ্ঞা আরোপ করে। দুই সেট ব্যাটার শাই হোপ ও রোস্টন চেজের বিরুদ্ধে তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন স্যামি। দ্বিতীয় দিনের খেলা শেষে বলেন, ‘আমি খেয়াল করলাম, বিশেষ করে এই আম্পায়ারের ব্যাপারে, এটা শুরু হয়েছিল ইংল্যান্ডে। এটা হতাশাজনক। আমি শুধু সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিকতা চাচ্ছি। আপনি এমন পরিস্থিতিতে থাকতে চান না যেখানে নির্দিষ্ট কিছু আম্পায়ারকে নিয়ে সন্দেহে পড়েন। কিন্তু যখন একের পর এক সিদ্ধান্ত আপনার দলের বিরুদ্ধে যায়, তখন প্রশ্ন উঠতেই পারে, এই দলের বিরুদ্ধে কি কোনও পক্ষপাত আছে?’ ২৪ মাসে এই অপরাধ প্রথম করায় জরিমানার পাশাপাশি স্যামির ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। তিনি অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথের প্রস্তাবিত শাস্তি গ্রহণ করেছেন। এ কারণে শুনানির কোনও প্রয়োজন নেই। লেভেল ১ অপরাধের ন্যুনতম শাস্তি তিরস্কার এবং সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা। মফনমঃভাপনঃএ