পিএসজির কাছে ৪ গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় মেসিদের
আটলান্টার মার্সেডিজ বেনজ স্টেডিয়ামে ফরাসি ক্লাবটির হয়ে জোড়া গোল করেন জোয়াও নেভেস। আশরাফ হাকিমি করেন এক গোল। বাকি গোলটি নিজেদের জালে বল পাঠান টমাস অ্যাভিলেস।
ম্যাচের শুরুতেই লিড পায় মিয়ামি। ৬ মিনিটে গোল করেন নেভেস। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার। ৪৪ মিনিটে মিয়ামি নিজেদের জালে বল জড়ায়। টমাস অ্যাভিলেস মিয়ামির জালে বল পাঠান। প্রথমার্ধের যোগ করা সময়ে আশরাফ হাকিমি চতুর্থ গোলটি করেন। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেনি পিএসজি। মিয়ামিও পারেনি গোল শোধ করতে। ৪-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ইউরোপ চ্যাম্পিয়ন ক্লাবটি।