বিপক্ষের ভুল থেকে গোল, শৈল্পিক ফ্রি কিকে দলকে জিতিয়ে কী বললেন মেসি?
লিওনেল মেসির গোলে দল জিতছে, ভক্তরা এর থেকে বেশি কিছু চান না। সে আর্জেন্তিনা হোক বা ইন্টার মায়ামি। চলতি ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচ জিততে পারেনি মায়ামি। আল আহলির কাছে হারতে হয়েছে। গোল পাননি মেসি। এ বার এফসি পোর্তোর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মেসি শুধু গোল পেলেন না, তাঁর গোলে দল জিতল। দুর্দান্ত ফ্রি কিক নিয়ে তিনি দলকে জেতালেন। যেটা মেসিসুলভ ফ্রি কিক। আর দলকে জিতিয়ে তিনি বাঁধিয়ে রাখার মতো ফ্রি কিকের পরিকল্পনা শেয়ার করলেন।
ইন্টার মায়ামি বনাম এফসি পোর্তো ম্যাচের ছবি
ম্যাচের ৮ মিনিটের মাঝে পোর্তো পেনাল্টি থেকে এগিয়ে যায়। যদিও এই এগিয়ে থাকার স্বাদ তারা খুব বেশিক্ষণ পায়নি। ৪৭ মিনিটে মায়ামির ভেনেজ়ুয়েলার তারকা তেলাস্কো সেগোভিয়া একটি ক্রস থেকে গোল করে সমতা ফেরান।
কিন্তু তারপরও ম্যাচ বাকি ছিল আর ক্রিজে ছিলেন মেসি। ৫৪ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় ইন্টার মায়ামি। ফ্রি কিক নেন মেসি এবং গোল করেন।
ম্যাচের পর সাংবাদিকদের বৈঠকে মেসি বলেন, ‘এই জয়টা দারুণ। প্রথম ম্যাচে হারের পরও আমাদের মধ্যে বিশ্বাস ছিল আমরা জিততে পারি।’
সেট পিস নিয়ে বলেন, ‘আমি গোলকিপারের পজিশনের সুবিধা নিয়েছি। দেখছিলাম ও পুরো পোস্ট কভার করছিল না। বাঁ দিকে একটা জায়গা খালি ছিল। আমি সেখান দিয়ে গোল করেছি।’
সিয়াটেল সাউন্ডার্স বনাম আতলেতিকো মাদ্রিদ ম্যাচের ছবি
দিনের অপর ম্যাচে সিয়াটেল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারাল আতলেতিকো মাদ্রিদ।