সড়ক দুর্ঘটনায় ভাইয়ের সঙ্গে প্রাণ হারালেন রোনালদোর সতীর্থ জোতা

সড়ক দুর্ঘটনায় ভাইয়ের সঙ্গে প্রাণ হারালেন রোনালদোর সতীর্থ জোতা

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পর্তুগাল জাতীয় দলের ফুটবলার ডিয়েগো জোতা। স্পেনে ছুটি কাটানোর সময় সড়ক দুর্ঘটনার শিকার হন লিভারপুল উইঙ্গার। ২৮ বর্ষী তারকার সঙ্গে প্রাণ হারিয়েছেন গাড়িতে থাকা ভাই আন্দ্রে সিলভাও।

বৃহস্পতিবার ভোরে স্পেনের জামেরা প্রদেশে প্যালাসিওস ডি সানাব্রিয়া শহরের কাছে এ-৫২ হাইওয়ের ৬৫ কিলোমিটারে দুর্ঘটনা ঘটে। তাদের গাড়িতে আগুন ধরে যায়। মারা যান দুজনেই।

গত ২২ জুন দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জোতা। এ দম্পতির তিন সন্তান রয়েছে। জোতার ভাই ২৬ বর্ষী আন্দ্রে পেনাফিয়েলের একজন পেশাদার ফুটবলার ছিলেন।

পর্তুগিজ তারকা লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর স্পেনে ছুটি কাটাচ্ছিলেন। গত মৌসুমে ২৬ ম্যাচে ৬ গোলের পাশাপাশি করেছেন ৪ অ্যাসিস্ট।

২০২০ সালে উলভস থেকে লিভারপুলে যোগ দেন জোতা। ক্লাবটির সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি রয়েছে এ পর্তুগিজের। ইংলিশ জায়ান্টদের হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল ও ২৬ অ্যাসিস্ট করেছেন। উলভস ও লিভারপুলের পাশাপাশি অ্যাটলেটিকো মাদ্রিদ ও এফসি পোর্তোতে খেলেছিলেন জোতা।

পর্তুগাল জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোদের সঙ্গে আক্রমণভাগ মাতিয়েছেন ৪৯ ম্যাচে। গোল করেছেন ১৪টি, অ্যাসিস্ট ১২টি।