ক্লাব বিশ্বকাপ: গোল্ডেন বুটের দৌড়ে যারা

ক্লাব বিশ্বকাপ: গোল্ডেন বুটের দৌড়ে যারা

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে বসেছে ফিফা ক্লাব বিশ্বকাপের আসর। শেষ হয়ে গেছে শেষ ষোলোর খেলাও। ইউরোপের স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, জার্মান বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখ, প্রিমিয়ার লিগের চেলসি, ফ্রান্সের পিএসজিসহ সৌদি আসরের আল-হিলাল, ব্রাজিলের ফ্লুমিনেন্স ও পালমেইরাস কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে।

নতুনরূপের ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েছেন তারকা ফুটবলাররা। স্বাগতিক যুক্তরাষ্ট্র থেকে খেলেছে ইন্টার মায়ামি, লস অ্যাঞ্জেলেস এফসি ও সিয়াটল সাউন্ডার্সের মতো ক্লাব। মিয়ামির হয়ে নেমেছিলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস, জর্ডি আলবার মতো তারকারা।

ম্যানসিটির হয়ে গোলমেশিন আর্লিও হালান্ড, বায়ার্নের হ্যারি কেন, রিয়ালের কাইলিয়ান এমবাপে-ভিনিসিয়াসরা মাঠে নেমেছেন। কম-বেশি সাফল্যও পেয়েছেন তাদের অনেকে। কেউ কেউ আছেন গোল্ডেন বুটের দৌড়ে।

আসরে এপর্যন্ত সর্বোচ্চ ৪ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে আর্জেন্টাইন সাবেক অ্যাঙ্গেল ডি মারিয়া। যা খেলেছেন পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে। অবশ্য তার দল চেলসির বিপক্ষে ৪-১ গোলে হেরে ছিটকে গেছে সেরা ষোলোতেই। তালিকায় ৩টি করে গোল আছে আরও ১২ জনের।

৩টি করে গোল আছে বায়ার্ন মিউনিখের ৩ জনের। হ্যারি কেন, মিশেল অলিজ ও জামাল মুসিয়ালার গোল সমান তিনটি করে। কোয়ার্টারে পিএসজির মুখোমুখি হবে জার্মান ক্লাবটি। ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন ও আর্লিং হলান্ড ৩টি করে গোল করলেও সিটি কোয়ার্টারের আগেই বিদায় নিয়েছে। দৌড় থেকে ছিটকে পড়েছেন তারা।

চেলসির পেদ্রো নেতো, রিয়াল মাদ্রিদের গঞ্জালো গার্সিয়া, আল-হিলালের মার্কাস লিওনার্দো, বরুশিয়া ডর্টমুন্ডের সেরহৌ গুইরেস্সির গোলসংখ্যাও ৩। এ চারটি ক্লাবই খেলতে চলেছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে। আসরে সর্বোচ্চ গোলের গোল্ডেন বুটের লড়াই তাই বেশ জমেই উঠেছে।