নেপালকে আজ রুখলেই শিরোপা বাংলাদেশের
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা প্রত্যাশী স্বাগতিক বাংলাদেশ। ট্রফি নিয়ে হিমালয়ের পাদদেশে যেতে প্রতিশ্রুতিবদ্ধ নেপালের মেয়েরাও। অভিন্ন স্বপ্ন পূরণ করতে দুদলকে মেলাতে হবে দুরকম সমীকরণ। নেপালকে জিততেই হবে।
ড্র করলেই শিরোপা উল্লাস করতে পারবে বাংলাদেশ। আজ দুদলের সেই অঘোষিত ফাইনাল। সন্ধ্যা ৭টায় কিংস অ্যারেনায় শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টস সরাসরি খেলা সম্প্রচার করবে।
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সোনালি ট্রফি রেখে দেওয়ার প্রত্যয়ে এবারের আসরে মাঠে নেমেছেন আফঈদা খন্দকাররা। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেললেও শুধু হিমালয়কন্যাদের সঙ্গেই কষ্টার্জিত জয় পেতে হয়েছে বাংলাদেশকে।