বার্সেলোনার পথেই স্প্যানিশ তারকা,Ei Samay

দলবদলের বাজারে বায়ার্নকে ডজ়, বার্সেলোনার পথেই স্প্যানিশ তারকা

নতুন মরশুম শুরুর আগে দল গুছিয়ে নেওয়া শুরু করে দিয়েছে ইউরোপের বড় ক্লাবগুলি। ট্রেন্ট আলেকজ়ান্ডার আর্নল্ড, ডিন হাউসেনকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যান সিটি সই করিয়েছে চেরকি, রেইন্ডার্সদের। ডি ব্রুইনা গিয়েছেন নাপোলিতে। এর মাঝেই বড় চমক দিল স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা। কয়েকদিন আগেই নতুন গোলকিপার হোয়ান গার্সিয়াকে দলে নিয়েছিল তারা।

এ বার পূরণ হতে চলেছে সমর্থকদের অনেকদিনের ইচ্ছা। স্পেনের তরুণ উইঙ্গার নিকো উইলিয়ামসের সঙ্গে ব্যক্তিগত চুক্তি সম্পন্ন হয়েছে বার্সার। ৬ বছরের জন্য বার্সায় যোগ দিতে পারেন নিকো। কী বলা হয়েছে রিপোর্টে?

আতলেতিক বিলবাও ছেড়ে বার্সেলোনার পথে নিকো

স্প্যানিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এক মিটিংয়ে বার্সেলোনায় উপস্থিত ছিলেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক, ডিরেক্টর ডেকো এবং নিকো উইলিয়ামস নিজে। এই মিটিংয়ের পরেই জানা যায় নিকোর সঙ্গে ব্যক্তিগত চুক্তি সম্পন্ন হয়েছে বার্সার। দুই পক্ষ থেকেই এসেছে সবুজ সঙ্কেত। জানা গিয়েছে ২০৩১ সালের জুন মাস পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি হতে পারে নিকোর।

কত টাকায় বার্সায় যোগ দেবেন তিনি সেটা এখনও নিশ্চিত নয়। রিপোর্টে প্রকাশ, রিলিজ় ক্লজ়ে থাকা ৫৮ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়েই নিকোকে দলে নিচ্ছে বার্সা। প্রতি মরশুমে বেতন বাবদ তিনি পেতে পারেন ৭-৮ মিলিয়ন ইউরো।

🚨🔵🔴 Nico Williams and Barça have agreed personal terms on 6 year deal!

Agreement sealed on player’s contract until June 2031 with the salary in the region of €7/8m net per season.

Barça are currently working on financial terms to get deal done with Athletic. pic.twitter.com/9iP8eAWEpc

কেন বার্সেলোনায় যাচ্ছেন নিকো?

গত মরশুম থেকেই নিকো উইলিয়ামসকে দলে নেওয়ার চেষ্টা করছিল বার্সেলোনা। কিন্তু লা লিগার নিয়ম এবং আর্থিক সমস্যার কারণে হয়ে ওঠেনি সেটা। শেষ মুহূর্তে নিকোও জানান বিলবাওতে থাকতে চান তিনি। তারপরেও রাফিনিয়া-ইয়ামালদের দাপটে ২০২৪-২৫ মরশুমে তিনটি ট্রফি জেতে বার্সেলোনা।

মরশুম শেষ হতেই নিকোর সঙ্গে দফায় দফায় আলোচনা চলতে থাকে বার্সার। তাঁকে দলে নেওয়ার দৌড়ে ছিল বায়ার্ন মিউনিখের মতো ক্লাব। কিন্তু নিকো স্পষ্ট জানিয়ে দেন, বার্সেলোনাতেই খেলতে চান তিনি। সেটাই বাস্তবায়িত হতে চলেছে।

বার্সেলোনার লেফট উইংয়ে রাফিনিয়া খেললেও, ভবিষ্যত ও বিকল্পের কথা ভেবে নিকোকে দলে নিচ্ছে তাঁরা। নিকোর বর্তমান বয়স ২২। ২০৩১ সালে তিনি থাকলেন কেরিয়ারের চূড়ায়। তাই এখন থেকেই ইয়ামালের সঙ্গে তাঁকে তৈরি করতে চাইছে কাতালান ক্লাব। স্পেনের জাতীয় দলে দুই উইংয়ে খেলেন লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস। বার্সেলোনার অ্যাটাকেও এ বার দেখা যেতে পারে সেই ছবি।