মিয়ানমারের সঙ্গে ১ গোলে এগিয়ে বিরতিতে বাংলাদেশ

মিয়ানমারের সঙ্গে ১ গোলে এগিয়ে বিরতিতে বাংলাদেশ

মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে হারিয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশের মেয়েরা। মিয়ানমারের সঙ্গে জয় পেলে মূলপর্বে ওঠার পথ অনেকটা সুগম হবে মনিকা-আফঈদাদের। ম্যাচে প্রথমার্ধে ১-০তে এগিয়ে বিরতিতে গেছে লাল-সবুজ দল।

মিয়ানমারের ইয়াংগুনে থুউন্না যুব ট্রেইনিং সেন্টার স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হয়েছে ম্যাচ। মূলপর্বে খেলার লক্ষ্যে দ্বিতীয় মিনিটে বাইলাইনের একটু বাইরে থেকে মনিকার ক্রস রুখে দেন মিয়ানমার গোলকিপার ফখিন মো মো তুন। পরের মিনিটে মিয়ানমারের আক্রমণ বক্সের ভেতরে ব্লকড করেন শামসুন্নাহার সিনিয়র।

ম্যাচের ১৮ মিনিটে দারুণভাবে ড্রিবল করে মিয়ানমারের বক্সে ঢুকছিলেন শামসুন্নাহার। বক্সের খানিক বাইরে তাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন প্রতিপক্ষ ডিফেন্ডার খিন ম্যো থান্ডার তুন। ফ্রি-কিক পায় বাংলাদেশ।

শট নিতে আসেন ঋতুপর্ণা চাকমা। শুরুতে তার ফ্রি-কিক লাগে মিয়ানমারের মানব-দেয়ালে। ফিরতি সুযোগে তিনি আর কোন ভুল করেননি। দারুণ এক কোণাকুনি শটে মিয়ানমার গোলরক্ষককে ফাঁকি দেন। সোজা বল চলে যায় স্বাগতিক জালে, লিড নেয় লাল-সবুজ দল।

২৪ মিনিটে পোস্টের বাধায় দ্বিগুণ হয়নি ব্যবধান। বাঁ-প্রান্ত থেকে ঋতুপর্ণার ক্রসে ছোট বক্সের ভেতরে শামসুন্নাহার জুনিয়র ট্যাপ করলেও বল পোস্টে লেগে প্রতিহত হয়। দারুণ সুযোগ নষ্টের হতাশায় মুখ ঢাকেন তারকা ফরোয়ার্ড।

এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে আক্রমণের ধার বাড়ায় মিয়ানমার। বেশ কয়েকবার গোল করার সুযোগ পেলেও সাফল্য আসেনি তাদের ঘরে। যোগ করা সময়ে ডানপ্রান্ত থেকে দারুণ এক শট নেন মিয়ানমার ফরোয়ার্ড সান থাও থাও। পোস্ট ফাঁকা পেলেও সেখান থেকে লক্ষ্য ঠিক রাখতে ব্যর্থ হন। ১-০তে এগিয়ে থেকে বিরতি যায় বাংলাদেশ।

এর আগে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাছাই শুরু করেছে মিয়ানমার। বাহরাইনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। দুদলের পয়েন্ট সমান ৩ করে।