ক্লাব বিশ্বকাপে লাতিন আমেরিকার ক্লাবগুলির দাপট অব্যাহত। কনমেবল (CONMEBOL) জ়োন থেকে ৬টি ক্লাব অংশ নিয়েছে এই মরশুমে ক্লাব ওয়ার্ল্ড কাপে। আর শুধু অংশ নেওয়াই নয়, একের পর এক বড় দলকে হারিয়ে প্রমাণ করেছে এই টুর্নামেন্ট কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে। শুক্রবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী PSG হেরে গিয়েছিল বোতাফোগোর কাছে।
শনিবার ইউরোপের আর এক বড় ক্লাব চেলসির কাছে অধরা রইল জয়। পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক ব্রাজ়িলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর। ৩-১ গোলে চেলসিকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেল তারা।
ক্লাব বিশ্বকাপে লাতিন আমেরিকার ক্লাবগুলির দাপট
এই মরশুমে ক্লাব বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা থেকে খেলছে ৬টি ক্লাব। এদের মধ্যে পামেইরাস, রিভার প্লেট, ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স এবং বোতাফোগো এখনও পর্যন্ত অপরাজিত। বায়ার্নের কাছে হেরে গিয়েছে চেলসি। এখনও পর্যন্ত মোট দশটি ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে ৬টি জয়, ৩টি ড্র এবং মাত্র একটি হার।
WE ARE THROUGH TO THE ROUND OF 16 OF THE FIFA CLUB WORLD CUP ❤️🖤 pic.twitter.com/2i05VYFQAk
নিজেদের প্রথম দুই ম্যাচে জিতে শেষ ষোলোয় যাওয়া নিশ্চিত বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গোর। নজর কাড়ছেন উইলিয়ান এস্তেভাও, ওয়ালেস ইয়ানের মতো তরুণ ফুটবলাররা তাই ইউরোপের ক্লাবগুলির কাছে লড়াইটা যে সহজ হবে না, সেটা স্পষ্ট।
কী হয়েছে চেলসি বনাম ফ্ল্যামেঙ্গো ম্যাচে?
গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল চেলসি ও ফ্ল্যামেঙ্গো। প্রিমিয়ার লিগের ক্লাবটি লিড নেয় ১৩ মিনিটে। ব্রাজিলের তরুণ উইঙ্গার পেদ্রো নেটো ১৩ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেন চেলসিকে। প্রথমার্ধে আক্রমণ শানালেও সমতা ফেরাতে পারেনি ফ্ল্যামেঙ্গো। দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক করে তারা। তিন মিনিটের একটা স্পেলে উড়ে যায় চেলসি।
65' ABSOLUTE SCENES: Danilo scores and @Flamengo_en complete their comeback under just 3 minutes 😱
Watch the @FIFACWC | June 14 - July 13 | Every Game | Free | https://t.co/i0K4eUtwwb | #FIFACWC #TakeItToTheWorld #FLACHE pic.twitter.com/7zX6njnbHY
৬২ মিনিটে সমতা ফেরান অভিজ্ঞ ফুটবলার ব্রুনো এনরিকে। ৬৫ মিনিটে কর্নার থেকে বল পেয়ে জোরালো হেডে গোল করেন দানিলো। কিছুক্ষণের মধ্যেই নিকোলাস জ্যাকসন লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় দশজনে খেলতে হয় চেলসিকে। ৮৩ মিনিটে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন ২০ বছর বয়সি ওয়ালেস ইয়ান।
Round of 16 🔜 @FCBayern | #FIFACWC pic.twitter.com/ZfMBr0O51O
বেনফিকা ৬-০ গোলে হারিয়েছে অকল্যান্ড সিটিকে। শেষ মুহূর্তের গোলে বায়ার্ন মিউনিখকে জয় এনে দেন মাইকেল ওলিসে। বোকা জুনিয়র্সের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছে তারা। যোগ্যতা অর্জন করেছে শেষ ষোলোয়।