সাবেক ক্লাব পিএসজির দেওয়া উপহারে অভিভূত নেইমার। গত ৫ জুলাই চতুর্থবার বাবা হন সান্তোসের ব্রাজিলীয় ফরোয়ার্ড। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে এটি নেইমারের দ্বিতীয় সন্তান।
কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মেল। তার সাবেক ক্লাব পিএসজি এ উপলক্ষ্যে অভিনব উপহার পাঠিয়েছে। সেই উপহার হলো—নেইমার এবং তার চার সন্তানের জন্য পিএসজির পাঁচটি জার্সি।
ফরাসি জায়ান্ট ক্লাবটির দেওয়া বিশেষ এই উপহারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন নেইমার। ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ, পিএসজি।’