দীর্ঘদিন পর সাংবাদিক বৈঠক করলেন ভাইচুং ভুটিয়া এবং সেই সাংবাদিক বৈঠকে তিনি কড়া ভাষায় একের পর এক আক্রমণ শানালেন AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে। দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে কাঠগড়ায় তোলেন ফেডারেশন প্রেসিডেন্টকে। এ বার এই অভিযোগের পাল্টা জবাব দিলেন কল্যাণ চৌবে। AIFF-এর অফিসিয়াল পেজ থেকে তিনি বিবৃতি দেন।
কী বলেন কল্যাণ চৌবে?
আনুষ্ঠানিক বিবৃতিতে কল্যাণ লেখেন, ‘গণতান্ত্রিক দেশে সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে। AIFF-এর এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে ভাইচুং ভুটিয়ারও অধিকার আছে তাঁর মত প্রকাশ করার। ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তাঁর কাছে সুযোগ রয়েছে AIFF-এর এক্সিকিউটিভ কমিটির বৈঠকে কথা বলার।’
ভাইচুং ভুটিয়া অভিযোগে জানিয়েছিলেন, কল্যাণ চৌবে বৈঠকের আগে আলাদা করে তাঁর কাছের মানুষদের নিয়ে বৈঠক করেন। সেখানেই সব ঠিক হয়। যদিও ভাইচুংয়ের প্রতিটা অভিযোগ নিয়ে আলাদা আলাদা করে কিছু বলেননি কল্যাণ।
ভাইচুং ভুটিয়াকে হার নিয়ে খোঁচা কল্যাণ চৌবের
২০২২ সালে AIFF-এর প্রেসিডেন্টের নির্বাচনের ভাইচুং ভুটিয়া ৩৩-১ ভোটে হেরেছিলেন। এই বিষয়ে ভাইচুং জানান, সঠিকভাবে নির্বাচন হলে ছবিটা অন্য হতে পারত। কল্যাণ চৌবের বিবৃতিতে এই বিষয়টাও রইল। তিনি লেখেন, ‘২০২২ সালের সেপ্টেম্বর মাসের নির্বাচনে ভাইচুং ভুটিয়া হারের পর থেকে ভিত্তিহীন অভিযোগ করছেন। এটা AIFF-এর ছবি খারাপ করছে না, এটা ভারতীয় ফুটবলকে নিয়ে নেগেটিভ বার্তা ছড়িয়ে দিচ্ছে আন্তর্জাতিক মঞ্চে।’
ভাইচুংকে বৈঠকে ডাক
কল্যাণ চৌবে ভাইচুং ভুটিয়াকে বৈঠকে ডাকেন। লেখেন, ‘২ জুলাই AIFF এক্সিকিউটিভ কমিটির বৈঠক রয়েছে, সেখানে যোগ দিয়ে আপনার মত জানান।’ ভারতীয় ফুটবলের উন্নতিতে গঠনমূলক পরামর্শ দেওয়ার বার্তা দেন।