বুধবার মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ে দ্বিতীয় ম্যাচে মিয়ানমারের বিপক্ষে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে জয় তুলেছে বাংলাদেশ। তারপর মিলেছে আরও বড় সুখবর। প্রথম ম্যাচে বাহরাইনকে হারিয়ে গ্রুপ টেবিলে ৩ পয়েন্ট তুলে যাত্রা করেছিলেন মনিকা-তহুরারা। মিয়ানমারের বিপক্ষে জয়ের রাতে নিশ্চিত হয় এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ শীর্ষ ধরে রাখা ও এশিয়ান কাপে মূলপর্বে খেলার টিকিট। বাকি এখন নিয়মরক্ষার তুর্কমেনিস্তান ম্যাচ। শেষ ম্যাচের পর বড় সুখবরটি উদযাপন করতে চায় লাল-সবুজের দলটি।
রিকভারি সেশনের দিনে বৃহস্পতিবার ডিফেণ্ডার শিউলি আজিম বাফুফের ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানান। বলেন, ‘আমাদের গ্রুপ দেখার পরে আমরা লক্ষ্য করেছি আমরা হৃদয় দিয়ে খেলবো। তাই হয়েছে, আমরা দুই ম্যাচেই জয় পেয়েছি। তবে আমাদের উদযাপনটা আমরা তুর্কমেনিস্তানের সাথে খেলা শেষেই করবো।’
মেয়েদের সুইমিং ও স্ট্রেচিং সেশন চলাকালে দলটির সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু জানান, ‘আমাদের মেয়েরা খুব ভালো মুডে ও ভালোভাবেই আছে। আমাদের এতদিনের পরিশ্রমের ফলাফলই বুধবার মিয়ানমারের বিপক্ষে পেয়েছি। আমরা পরের ম্যাচকেও হেলা করছি না, তাও বেশ গুরুত্বের সঙ্গে দেখছি।’
দ্বিতীয় ম্যাচে ইয়াংগুনে থুউন্না যুব ট্রেইনিং সেন্টার স্টেডিয়ামে, র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে দারুণ জয় উপহার দিয়েছে বাংলাদেশ। যেখানে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাছাই শুরু করেছিল মিয়ানমার।
অন্যদিকে, বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছিল লাল-সবুজরা। গ্রুপের তলানিতে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে ৫ জুলাই মাঠে নামবে বাংলাদেশ।