অনিশ্চতায় মধ্যে ফেডারেশনের ক্যালেন্ডার থেকে বাদ, যাত্রা শেষ ISL-এর?
আসন্ন মরশুমে ভারতীয় ফুটবলের এক নম্বর লিগ ISL-এর ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে জল্পনা চলছে। ফেডারেশন ও FSDL-এর চুক্তি শেষ হওয়ার কারণে আগামী বছর ISL নাও হতে পারে। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ অন্ধকার। একদিকে ক্লাবগুলো যেখানে অন্ধকারে ঢিল মারছে সেই সময়ে নিজেদের ক্যালেন্ডারে ইন্ডিয়ান সুপার লিগকে রাখলই না ফেডারেশন। ২০২৫-২৬ মরশুমের ক্যালেন্ডার থেকে বাদ দেওয়া হলো ISL-কে।
২০১৪ সাল থেকে ISL চালাচ্ছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা FSDL। ২০১৯ সালে আইলিগকে পিছনে সারিতে ঠেলে ISL হয়ে ওঠে এক নম্বর লিগ। একাধিক কর্পোরেট সংস্থা বিনিয়োগ করা শুরু করে, ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো ক্লাবও নাম লেখায়।
ISL নিয়ে সমস্যা কোথায়?
এতদিন পর্যন্ত সব ঠিক থাকলেও সমস্যা তৈরি হয় এ বার। চলতি বছরের ডিসেম্বর মাসে FSDL-এর সঙ্গে AIFF-এর চুক্তি শেষ হচ্ছে। সেই চুক্তি নবীকরণ নিয়ে এখনও আলোচনা চলছে। আর ISL শুরু হওয়ার কথা নভেম্বরে, চলবে ২০২৬ সালের মে পর্যন্ত। যদি ডিসেম্বরের পর আর চুক্তি না বাড়ে, সেক্ষেত্রে ISL আয়োজন বিশ বাঁও জলে যাবে। আর ISL না হলে অনেক কর্পোরেট সংস্থা মুখ ফিরিয়ে নেব ভারতীয় ফুটবল থেকে। আর চুক্তি বাড়ার সম্ভাবনা কম, কারণ FSDL এতদিন ক্ষতি করে ISL চালিয়েছে। তারা এ বার চুক্তিবাবদ ফেডারেশনকে কম টাকা দিতে চায়। সেটা ফেডারেশন মানলে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
এই পরিস্থিতিতে AIFF-এর নতুন মরশুমের ক্যালেন্ডারে ISL-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্নটা আরও বাড়ল।
দেখে নিন ২০২৫-২৬ মরশুমে AIFF-এর ক্যালেন্ডার
ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ জুলাই থেকে ২৩ অগাস্ট পর্যন্ত ডুরান্ড কাপ চলবে। এর সঙ্গে দেওয়া রয়েছে আইলিগ, সন্তোষ ট্রফি, ইন্ডিয়ান ওমেন্স লিগও। তবে বাদ ISL।