এই মুহূর্তে বিশ্বের যে কোনো ফুটবল দলই তাদের একাদশে লামিনে ইয়ামালকে পেলে লুফে নেবে। মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার হয়ে দুটি লা লিগা ও স্পেনের হয়ে ইউরো জেতা হয়ে গেছে এই টিনএজ সেনসেশনের।
জাদুকরী পারফরম্যান্সের পুরস্কার হিসাবে সম্প্রতি তার হাতে ক্লাবের বিখ্যাত ১০ নম্বর জার্সি তুলে দিয়েছে বার্সা। নতুন মৌসুম শুরুর আগে সিটিজিএন স্পোর্টসকে নিজের স্বপ্নের একাদশের খেলোয়াড়দের নাম জানালেন ইয়ামাল।
বার্সার নতুন নাম্বার টেনের স্বপ্নের একাদশকে এল ক্লাসিকো একাদশ বললে ভুল হবে না। একাদশের সবাই যে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়। পাঁচজন খেলেছেন বার্সায়, পাঁচজন রিয়ালে। অপরজন ব্রাজিলীয় গ্রেট রোনাল্ডো খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবেই।