বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর টিটুর মেয়াদ বাড়ল

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর টিটুর মেয়াদ বাড়ল

টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর সঙ্গে চুক্তি আরেক মেয়াদে বাড়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন চুক্তি গতকাল মঙ্গলবার থেকে কার্যকর হয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে। এর আগে এপ্রিলে বাড়ানো তিন মাসের চুক্তি শেষ হয়েছিল গতকাল। আর এদিনই টিটুর নতুন নিয়োগপত্র স্বাক্ষর হয়েছে। সপ্তাহ খানেক আগে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে আকস্মিকভাবে আলোচনায় এসেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। টিটুর চুক্তি নবায়নে সেটা এখন পর্যন্ত গুঞ্জনই থাকছে। তবে বিভিন্ন সূত্রের খবর, টেকনিক্যাল ডিরেক্টর পদে এখনও বিদেশি খুঁজছে বাফুফে। ডিসেম্বরের মধ্যে পছন্দসই কাউকে পেলে টিটুর জায়গায় স্থলাভিষিক্ত করা হতে পারে। তখন টিটুকে হেড অব কোচিং এডুকেশন কিংবা অন্য পদে দেয়ার সম্ভাবনাও আছে। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সাইফুল বারী টিটুর নিয়োগ হয়েছিল কাজী সালাউদ্দিন আমলের শেষ বছরে।