বাফুফের বিশেষ ট্রায়ালে প্রবাসী ফুটবল খেলোয়াড়বৃন্দ

প্রবাসী ফুটবলারদের ট্রায়ালে বাফুফের ভুল লোগো

হামজা চৌধুরী, শমিত সোম কিংবা ফাহমিদুলদের মতো প্রবাসী বংশোদ্ভূত ফুটবলাররা বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে জাতীয় দলে জায়গা করে নেয়ার পর অনেকেই দেশের প্রতিনিধিত্বের স্বপ্ন দেখতে শুরু করেছেন। সেই স্বপ্নপূরণের সুযোগ করে দিতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজন করেছে প্রবাসী ফুটবলারদের জন্য বিশেষ ট্রায়াল।

শনিবার থেকে শুরু হয়েছে সেই ‘ক্লোজড ডোর’ ট্রায়াল। তবে শুরুতেই বাফুফের পেশাদারিত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ, ট্রায়ালের জন্য যে জার্সি ব্যবহার করা হয়েছে, তাতে বাফুফের অফিসিয়াল লোগোর পরিবর্তে ব্যবহার হয়েছে ভিন্ন নকশার একটি ভুল লোগো! শুধু খেলোয়াড়দের নয়- কোচ ও কর্মকর্তাদের জার্সিতেও দেখা গেছে একই ভুল।

বাফুফের সূত্র জানায়, এই ট্রায়ালের জার্সি স্পন্সর করেছে ‘হুঙ্কার’। যদিও বাফুফের অফিসিয়াল কিট পার্টনার ‘দৌড়ে’র সঙ্গে আগেই চুক্তি হয়েছে। তবু এই ট্রায়ালের জন্য হুঙ্কার নিজস্বভাবে জার্সি তৈরি করেছে। সেই জার্সিতে বাফুফের লোগোও ছিল, কিন্তু তা ভুলভাবে ডিজাইন করা হয়েছে- মূল লোগোর গোলাকার বলটির আকৃতি ও ডিজাইনে রয়েছে পরিষ্কার পার্থক্য। বিষয়টি ছবি দেখে ফুটবলপ্রেমীরা বুঝতে পারলেও, ফেডারেশন কর্মকর্তাদের নজরে পড়েনি বলেই জানা গেছে। শনিবার অনূর্ধ্ব-১৯ বিভাগে ২৩ জন প্রবাসী ফুটবলার ট্রায়াল দিয়েছেন। ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে আসা এই খেলোয়াড়দের অনেকেই জানালেন, বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা কষ্ট হচ্ছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নেয়া সম্ভব বলেই মনে করছেন তারা। মাঠের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সবাই।

ট্রায়ালে উপ¯ি’ত ছিলেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা ও বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা।এদিকে বাফুফের কিট পার্টনার দৌড়। প্রবাসীদের ট্রায়ালে প্রতিষ্ঠানের চিহ্ন হিসেবে দেখা গেছে ইংরেজি বড় হাতের ‘এইচ’ বর্ণ। খোঁজ নিয়ে জানা গেছে, হুঙ্কার নামক প্রতিষ্ঠান বাফুফে প্রবাসীদের ট্রায়ালের জার্সি সরবারহ করেছে। বাফুফের কিট পার্টনার থাকা সত্ত্বেও ৫০-৬০ টি জার্সির জন্য অন্য প্রতিষ্ঠানের শরণাপন্ন হওয়া সেটা ফুটবলসংশ্লিষ্ট অনেকেরই বোধগম্য নয়। পাশাপাশি ভুল লোগো জার্সিতে থাকায় বাফুফের পেশাদার স্টাফ ও ট্রায়ালের সঙ্গে সম্পৃক্ত বাফুফে কর্মকর্তাদের আন্তরিকতা ও পেশাদারিত্বও প্রশ্নের মুখে। বাফুফের বর্তমান কমিটির দুই একজন কর্মকর্তা পেশাদারিত্ব, আধুনিকতার বুলি আওড়ান প্রায় সময়। পেশাদার স্টাফরা ছোটখাটো বিষয়েও ফুটবলসংশ্লিষ্টদের ফিফা-এএফসির নিয়ম দেখান।

অথচ বাফুফের বৈশ্বিক এই ট্রায়ালের জার্সিতে নিজেদের লোগোই ভুল হয়েছে। জাতীয় ও বয়সভিত্তিক দলের কিটের বিষয়টি মার্কেটিং কমিটি দেখভাল করে। ট্রায়ালের জার্সিতে ভুল লোগোর বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।