বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের জয়ের সূচনা

বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের জয়ের সূচনা

তৃতীয়বারের মতো এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিয়েই ইতিহাস গড়লো বাংলাদেশ নারী ফুটবল দল। আগের দুইবারের বাছাইয়ে কোনো জয় না পাওয়া দলটি এবার শুরুতেই তুলে নিলো দারুণ এক জয়। আজ (রোববার) ইয়াংগুনে বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় দিয়ে বাছাইয়ের মিশন শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

untitled-1-20250629205709

ফিফা র‍্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে পুরো ম্যাচে কোনঠাসা করে রাখে ঋতুপর্ণা, তহুরা, শামসুন্নাহাররা। ম্যাচের ১০ মিনিটেই শামসুন্নাহার জুনিয়রের গোলে লিড নেয় বাংলাদেশ। এরপর একের পর এক আক্রমণে প্রথমার্ধেই গোলসংখ্যা দাঁড়ায় ৫-০। দ্বিতীয়ার্ধে আসে আরও দুটি গোল।

তহুরা খাতুন করেন জোড়া গোল। একটি করে গোল করেন ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, কোহাতি কিসকু ও বদলি হিসেবে নামা মুনকি আক্তার। আর একটি গোল ছিল বাহরাইনের আত্মঘাতি।

কোচ পিটার বাটলার রক্ষণ-আক্রমণের ভারসাম্য রেখে সাজান একাদশ। মাঝমাঠে শক্তি বাড়িয়ে বাম দিক দিয়ে ঋতুপর্ণা, ডানে শামসুন্নাহার এবং কেন্দ্র থেকে তহুরার ওপর আক্রমণভাগ নির্ভর করে গঠন করেন কৌশল, যা সফলভাবেই কাজে লাগে। ম্যাচের ৬৬ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন কোচ—শামসুন্নাহার, মনিকা ও স্বপ্নার পরিবর্তে মাঠে নামেন সাগরিকা, মুনকি আক্তার ও শাহেদা আক্তার রিপা।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেই খেলেছে বাংলাদেশ। তবে বড় জয়ের পরও খানিকটা অতৃপ্তি থেকে গেছে দলে। কারণ, নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমার ৮-০ গোলে হারিয়েছে তুর্কমেনিস্তানকে। ফলে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আপাতত গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

তবু এই জয় শুধু পয়েন্টের নয়, আত্মবিশ্বাসের, ইতিহাস গড়ার—যেখানে নারী ফুটবলের নতুন দিগন্ত উন্মোচন করেছে বাংলার মেয়েরা।