জার্সি শর্টস থেকে বুট মেসির সবই নিয়ে গেলেন ডেম্বেলে

জার্সি শর্টস থেকে বুট মেসির সবই নিয়ে গেলেন ডেম্বেলে

শক্তির বিচারে ইন্টার মায়ামির চেয়ে অনেক এগিয়ে ছিল পিএসজি। মাঠের খেলাতেও সেটা ছিল দৃশ্যমান। মায়ামিকে নিয়ে রীতিমতো ‘ছেলেখেলা’ করেছেন প্যারিসের জায়ান্টরা। লিওনেল মেসির মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। এ দিন অনেকটা নিষ্প্রভ ছিলেন মেসি। তাই হারতে হয়েছে মায়ামিকেও। তবে ম্যাচ শেষে পিএসজির ফুটবলারদের উদযাপনের মধ্যমণি ছিলেন মেসিই। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেয়ার আগে দুই মৌসুম পিএসজিতেই কাটিয়ে এসেছে মেসি। তাই দীর্ঘ দিন পর অনেকের সঙ্গে মাঠে দেখা হলো আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে মেসির সঙ্গে এসে দেখা করতে দেখা গেছে পিএসজির ফুটবলারদের। প্রথমে মাঠে এগিয়ে এসে মেসির সঙ্গে হাত মেলাতে দেখা গেছে জিয়ানলুইজি দোন্নারুম্মা-খিচা কাভারাস্কেইয়াকে। এরপর লুকাস এরনান্দেজ, ভিতিনিয়া, মারকুনহোস, আশরাফ হাকিমিদের। তবে পিএসজি তারকাদের মধ্যে মেসিকে একরকম ‘লুটে’ নিয়েছেন ফরাসি তারকা ওসমান ডেম্বেলে। ম্যাচ শেষে মেসির জার্সির পাশাপাশি শর্টস এবং বুটও নিয়ে নিয়েছেন তিনি। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন এই ফরাসি তারকা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির সঙ্গে তার ১০ নম্বর জার্সি ও বুট হাতে নিয়ে ছবি তুলে পোস্ট করেছেন ডেম্বেলে। আর এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগছে। লিওনেল মেসি সর্বকালের সেরা।

আমি আশা করি, তুমি ইন্টার মায়ামিকে নিয়ে ক্লাব বিশ্বকাপে আরও ইতিহাস গড়বে।’ এছাড়া নিজের স্টোরিতেও মেসির কাছ থেকে যা যা নিয়েছেন, সেসবের ছবি পোস্ট করেছেন ডেম্বেলে। যেখানে একটি ছবিতে মেসির ১০ নম্বর জার্সি, বুট এবং শর্টসও একসঙ্গে দেখা যায়। এক কথায় সে যা পরে খেলেছেন, সবই নিয়ে নিয়েছেন ডেম্বেলে। ইন্টারনেট