ক্লাব বিশ্বকাপে প্রথম ম্যাচে ড্র দিয়ে শুরু করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। এ বার একটাও ট্রফি আসেনি, শেষ আশা এই ক্লাব বিশ্বকাপ। সেখানে শুরুটা নড়বড়ে হলো। এ বার প্রথম ম্যাচের পর আরও খারাপ খবর এল রিয়াল মাদ্রিদের কাছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কিলিয়ান এমবাপে। পেটের সমস্যার জন্য তাঁকে আমেরিকার একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তিনি পরের ম্যাচে খেলতে পারবেন কি না সেই প্রশ্নটা তৈরি হয়েছে।
কী হয়েছে কিলিয়ান এমবাপের?
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আমাদের প্লেয়ার কিলিয়ান এমবাপে গ্যাস্ট্রোএন্টেরাইটিসে ভুগছেন। যেই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর একাধিক পরীক্ষা করা হবে।’
ক্লাব সূত্রে জানানো হয়েছে, এমবাপের পেটে কোনও একটা খাবার থেকে সংক্রমণ হয়েছে, যার ফলে তাঁর বমি ও ডায়ারিয়া হয়েছে। কোচ জ়াভি আলোন্সো জানিয়েছেন, মায়ামিতে ম্যাচের পর এমবাপের শরীর খারাপ হতে থাকে। তবে এখন তিনি কিছুটা ভালো আছেন।
A post shared by Real Madrid C.F. (@realmadrid)
রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ ২২ জুন। প্রতিপক্ষ মেক্সিসোর দল পাচুকা। শার্লেটে খেলা হবে ম্যাচটা। এই ম্যাচে রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপের খেলার সম্ভাবনা কম। তিনি না থাকলে কিছুটা হলেও ধাক্কা খাবে রিয়াল মাদ্রিদ।
কিলিয়ান এমবাপে গত মরশুমে লা লিগায় সবচেয়ে বেশি গোল করেন। তিনি ৩১টা গোল করে গোল্ডেন শু জেতেন। কিন্তু তাঁর দল ট্রফি জেতেনি।