জুভেন্টাসকে বিদায় করে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে রিয়াল
ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচে জুভেন্টাসকে ১-০তে হারিয়েছে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ দিয়ে চলতি আসরে প্রথম খেলতে নামলেন কাইলিয়ান এমবাপে। জ্বরের কারণে আগের ম্যাচগুলো খেলতে পারেননি ফরাসি ফরোয়ার্ড।
ম্যাচের প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ দুদল ভাগ করে নিলেও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। তাদের ২২ শটের বিপরীতে লক্ষ্যে ছিল ১১টি। অন্যদিকে জুভেন্টাস ৬টি আক্রমণের মধ্যে লক্ষ্যে রাখতে পারে কেবল ২টি।
৫৪ মিনিটে গার্সিয়ার একমাত্র গোলটি আসে, যা চলতি আসরে তার তৃতীয় গোল। গোল হজমের পর জুভেন্টাসের সমতায় ফেরার সুযোগ ছিল। ফ্রান্সিসকোর শট ঠেকান রিয়াল গোলরক্ষক থিবো কোর্ত্তয়া। অন্যদিকে ভালভার্দের ওভারহেড কিকও ফিস্ট করে ফেরান জুভেন্টাস গোলরক্ষক ডি গ্রেগরিও। ম্যাচের শেষ মুহূর্তে কোলো মুয়ানি বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে জুভেন্টাস, রেফারি সেই আবেদনে সাড়া দেননি। শেষ পর্যন্ত গার্সিয়ার গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।